- ঈদ আনন্দ
- ঈদ আনন্দ
ঈদ আনন্দ

বছরের বৃত্ত পূরণ করে আবারও চলে এলো ঈদুল ফিতর। মুসলিম সম্প্রদায়ের এ উৎসব আজ বাঙালির সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। ঈদের আনন্দে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সমতল ও পাহাড়ের সব মানুষই আন্দোলিত হন। দেশ ও পৃথিবীর নানান প্রান্ত থেকে স্বজনেরা তাঁদের শিকড়ের কাছে ফিরে আসার পর সম্মিলনের মহৎ মুহূর্ত তৈরি হয়। নতুন কাপড়, সুরভি, খাবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে। ঈদুল ফিতর মানবিকতার চিরকালীন বার্তা দিয়ে যায়। সেই দিনটির আলো-হাওয়া সবই বিশিষ্ট হয়ে ওঠে।
ঈদের আনন্দ যে শ্রেণি-পেশা নির্বিশেষ সবার মাঝে সমানভাবে আসে, তা বলা যায় না। এবারের আনন্দঘন সুখী সময়ে আমরা ভুলতে পারব না, এই ঈদের ঠিক আগে একাধিক বড় ধরনের অগ্নিকাণ্ড আমাদের অনেক ভাই ও বোনের আনন্দ কেড়ে নিয়েছে।
বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে সমকালের বিশেষ আয়োজন ঈদ আনন্দ প্রকাশিত হলো। রকমারি স্বাদের বৈচিত্র্যময় আয়োজন ঈদের ছুটিতে পাঠকের সঙ্গী হয়ে উঠবে বলে আমাদের প্রত্যাশা।
মৈত্রী ও সম্প্রীতির ধারা রক্ষার আনন্দে রঙিন হয়ে উঠুক এবারের ঈদ।
সকলের ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় হোক।
ঈদ মোবারক!
সূ চি
আমাদের ঈদবেলা
পৃষ্ঠা : ৪
দুর্লভ
পাণ্ডুলিপি থেকে জীবনানন্দের নতুন কবিতা
ফয়জুল লতিফ চৌধুরী
পৃষ্ঠা : ৮
ইতিহাসের অমূল্য দলিল
সলিমুল্লাহ খানের নিবন্ধ
পৃষ্ঠা : ১০
দেখা থেকে লেখা
ধ্রুব এষের রচনা
পৃষ্ঠা : ১৪
হক সাহেব
রাফিক হারিরির গল্প
পৃষ্ঠা : ১৬
জীবনস্মৃতির পাতা
পূর্ণিমা
পৃষ্ঠা : ২০
ফ্যাশন
ঈদের শাড়ি
পৃষ্ঠা : ২৪
রেসিপি
তারকার ঈদ রান্না
পৃষ্ঠা : ২৬
মন্তব্য করুন