কঙ্গনা রানাউত
হিমাচল প্রদেশের মান্ডি জেলার ভম্বলায় জন্ম কঙ্গনার। মা–বাবা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক। কিন্তু কঙ্গনা নিজের পছন্দের বাইরে যেতে চাননি। দিল্লিতে গিয়ে মডেলিং শুরু করেন তিনি। এরপর থিয়েটারে নাম লেখান। অভিনয়ে প্রশংসা পাওয়ার পর মুম্বাইতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০০৬ সালে প্রথম বাঙালি পরিচালক অনুরাগ বসুর হাত ধরে বলিউডে অভিষেক হয় কঙ্গনার। ছবির নাম ছিল ‘গ্যাংস্টার’। এরপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবির মালকিন এখন বলিউডের একচ্ছত্র কুইন। এই পর্যন্ত ঝুলিতে তুলেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কঙ্গনা এখন বলিউডে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী নায়িকা। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার ভারটিও বহন করেছেন তিনি। বর্তমানে বলিউডে নায়কদের ভিড়ে অভিনয় দিয়ে এখনও টিকে আছেন এই অভিনেত্রী। গ্যাংস্টার, লাইফ ইন মেট্রো ছাড়াও কঙ্গনার উল্লেখযোগ্য ছবি হচ্ছে- কুইন, তানু ওয়েডস মানু, ফ্যাশন। বলিউডে প্রথম ‘স্বজনপোষণ’ নিয়ে ঝড় তুলেছিলেন তিনি। এ বলিউড নায়িকা ২০১৭ সালে পরিচালক করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে তাঁকেই রীতিমতো কোণঠাসা করেছিলেন। করণ বলিউডের স্বজনপোষণ নীতির ধারকবাহক বলে তিনি অভিযোগ করেন। এছাড়াও একসময় নাকি বলিউড থেকে কুকুরের মতো ব্যবহার পেয়েছেন—এমন অভিযোগ করেছিলেন। এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বলিউডে প্রতিষ্ঠিত হতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে? জবাবে তিনি বলেছিলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করেছিলাম, তখন আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হতো’। ব্যক্তিগত, পারিবারিক বা আশপাশে যা–ই ঘটুক না কেন, নিজের অভিনীত চরিত্র নিয়ে একচুলও ছাড় দেন না কঙ্গনা রানাউত। চরিত্রের প্রয়োজনে কঠোর পরিশ্রম করেন তিনি। অনলাইনে যেকোনো ইস্যুতে বিতর্কের ঝড় তোলার জুড়ি নেই তার। বেফাঁস মন্তব্য করে আলোচনায় থাকার ব্যাপারে নামডাক আছে পদ্মশ্রী ও জাতীয় পুরস্কারজয়ী কঙ্গনার।


‘রব নে বানা দি জোড়ি’র ‘তানি’ আনুশকা শর্মা


বলিউডে খানদের ছবিতে তাঁদের দাপট থাকে সিনেমাজুড়ে। আর আনুশকা জুটি বাধলেন কিং খানের সঙ্গে। কিন্তু চঞ্চল চরিত্রের ‘তানি’ ওরফে আনুশকা শর্মা অভিষেকেই নিজেকে চেনালেন অন্যরূপে—কী নাচে, কী অভিনয়ে। ছবির গল্প সবার জানা। চঞ্চল ও নাচপাগল মেয়ে তানি। আচমকা মৃত্যু হয় বাবার। বাবা তানিকে সঁপে দিয়ে যান সুরিন্দরের কাছে। সুরিন্দর (শাহরুখ খান) ঠিক তানির উল্টো চরিত্র। শান্তশিষ্ট, মধ্যবিত্ত চাকুরে। কী আর করা। স্বামী হিসেবে সুরিন্দরকে মেনে নেয় তানি। কিন্তু মনের মধ্যে নাচের ঝলক জেগে ওঠে। এদিকে সুরিন্দর বিয়ে করে যেন নতুন করে প্রেমে পড়ে তানির। তানির মন ভালো থাকে এমন সব কাজ করতে প্রস্তুত তিনি। তানি ভর্তি হয় নাচের ক্লাসে। সুরিন্দর এবার তার রূপ বদলে রাজ কাপুর সেজে ওই নাচের ক্লাসেই ভর্তি হন। দুজনের শুরু হয় দোস্তি। গড়ায় প্রেমেও। কিন্তু তানি কাকে ভালোবাসে, সুরিন্দর নাকি রাজকে? এমন দ্বন্দ্ব নিয়ে এগিয়ে চলা ছবিটি অভিনয়, নাচ আর বলিউডের রোমান্টিক গল্প দিয়ে মাত করে রাখে দর্শকদের। প্রথম ছবিতেই নাচ আর অভিনয় দিয়ে আনুশকা শর্মা বুঝিয়ে দিয়েছিলেন, সহজে মিলিয়ে যেতে আসেননি তিনি। প্রথম ছবিতেই হিট। আর এখন, বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন। আনুশকার এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার দারুণ এক গল্প রয়েছে। সেই সময় সিনেমাপাড়ায় পরিচিত কেউ ছিল না তার। আর নায়িকা হওয়ার ইচ্ছা নিয়ে তিনি মুম্বাইয়ে আসেননি। তারপরও যশরাজ ফিল্মসে অডিশন দিতে গিয়েছিলেন। প্রথম দফায় বাদ পড়েন। কিন্তু প্রতিষ্ঠানের কর্ণধার আদিত্য চোপড়া তার মধ্যে কী যেন দেখেছিলেন। এ জন্যই আনুশকাকে আরেকটি সুযোগ দেওয়ার কথা ভাবেন। ২০০৮ সালে শাহরুখ খানের বিপরীতে আনুশকাকে রাব নে বানা দি জোড়ি ছবিতে সুযোগ দেন তিনি।


আলিয়া ভাট

নিন্দুকেরা বলবে, বাবা যার বিখ্যাত প্রযোজক, জনপ্রিয় হতে তাঁর আর কিছু লাগে না। তাই বলে বলিউডের সব তারকা-সন্তানরা কিন্তু জনপ্রিয় নন। ১৯ বছরে আলিয়া ভাট তার বাবা মহেশ ভাটের কোনো সাহায্য ছাড়াই বলিউডে নিজের জায়গা করার প্রতিজ্ঞা করেছিলেন। বাবাও বলেছিলেন, ‘ঠিক আছে, করে খাও।’ ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে প্রথম নায়িকা হন। এর আগে একটা ছবিতে কাজ করেছিলেন খেলাচ্ছলে। আলিয়ার বয়স তখন মাত্র পাঁচ, শুটিংয়ের কোনো স্মৃতিই তাঁর মনে নেই। বলতে গেলে স্টুডেন্ট অব দ্য ইয়ার-ই তাঁর প্রথম ছবি। এই ছবির ব্যাপক সফলতার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি আলিয়াকে। ফোর্বসের এক জরিপে এশিয়ায় অনূর্ধ্ব ৩০ বছর বয়সী শীর্ষ ৩০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে আছে আলিয়া ভাটের নাম। ধর্মা প্রডাকশনসের ব্যানারে এবং শাহরুখ খানের রেড চিলি এন্টারটমেন্টের সহযোগিতায় এটির প্রযোজনা করেন হিরু ইয়াস জোহর। ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও ভারুন ধাওয়ান।  তার প্রথম ছবির জন্য আলিয়া ১৬ কেজি ওজন কমিয়েছিলেন ও ১৫ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

দীপিকা পাড়ুকোন

ভারতের সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা পাড়ুকোন। একসময় বাবার মতো র‍্যাকেট হাতে তিনিও ব্যাডমিন্টন কোর্ট দাপিয়ে বেড়াতেন। ভারতের জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতাও আছে দীপিকার। কিন্তু হঠাৎ মডেলিং ও অভিনয় তাঁকে হাতছানি দিলে সব ছেড়ে-ছুড়ে ফ্যাশন মডেল বনে যান। বলিউডে ২০০৬ সালে ওম শান্তি ওম তাঁর প্রথম ছবি। প্রথম ছবিতেই সবার মন জয় করে নেন এই নায়িকা।  ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে পরিচালক ফারাহ খান নির্মাণ করতে চান একটি মিস্ট্রিয়াস ছবি। যে ছবিতে শাহরুখ ও নায়িকা দুজনেরই দ্বৈত চরিত্রে অভিনয় করতে হবে। ফারাহ খান শাহরুখের নায়িকা হিসেবে সেখানে আস্থা রাখলেন দীপিকা পাড়ুকোনের ওপর। আর এসেই বাজিমাত করলেন দীপিকা। ‘ওম শান্তি ওম’ ছবিতে কিং খানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন তিনি। কুড়িয়েছেন প্রশংসাও। সেই শুরু, এখনো অভিনয় করেই চলছেন। এই সময়ে বলিউডের শীর্ষ নায়িকা বললে দীপিকা পাড়ুকোনের নাম আসবে সবার আগে। ভারতের অভিনেত্রীদের মধ্যে দীপিকার পারিশ্রমিক এখন সবচেয়ে বেশি। সম্প্রতি ভক্তরা ভালোবেসে এই তারকার নামে বাংলাদেশের এক গ্রামে নলকূপও খনন করেছেন।

সারা আলি খান

বলিউড তারকা সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। রাজ পরিবারের মেয়ে। এক কথায় বলা যায় সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার। মাত্র চার বছর বয়সে, সারা প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। বাবা সাইফের মতে, চলচ্চিত্র ক্যারিয়ারে পদার্পণের জন্য অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন সারার অনুপ্রেরণা ছিল। একবার শিকাগোতে অনুষ্ঠিত একটি বিশ্ব সফরে সারা এবং সাইফ একসাথে গিয়েছিলেন, যেখানে ঐশ্বরিয়া রাই অভিনয় করেছিলেন। তাকে দেখার পর সারা তার বাবাকে বলেছিলেন, ‘আমি এরকম কিছু একটা করতে চাই’। পরে ২০১৭ সালে সেই স্বপ্ন পূরণ হয় সারার। অভিষেক কাপুর রচিত, পরিচালিত এবং সহ-প্রযোজিত ছবিটিতে সারার বিপরীতে অভিনয় করেন সুশান্ত সিং রাজপুত। প্রথম ছবিতে সারা আলি খানের অভিনয়ে মুগ্ধ হয় সিনেমাপ্রেমীরা। তিনি বুঝিয়ে দেন মা-বাবা নয় নিজের যোগ্যতাতেই বলিউডে ঠাঁই পেয়েছেন তিনি। মাত্র ৭ দিনে সারা-সুশান্তের ‘কেদারনাথ’ ছবিটি ৪৫ কোটি টাকার ব্যবসা করে। সে সময় মেয়ের প্রথম মুক্তি প্রাপ্ত ছবি দেখে বাবা সাইফ আলি খান বলেছিলেন, আমি সারার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।

জাহ্নবী কাপুর

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। তিনি যে মায়ের নামে ভর দিয়ে বলিউডে আসেননি তা তার প্রথম ছবিতেই বুঝিয়ে দিয়েছিলেন। শশাঙ্ক খাইতান পরিচালিত ও করণ জোহর প্রযোজিত ‘ধড়ক’ ছবির মাধ্যমে ২০১৮ সালে অভিষিক্ত হন জাহ্নবী কাপুর। ছবিটিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেন শহীদ কাপুরের ভাই ইশান খাত্তা। জাহ্নবীর প্রশংসা অভিনীত ছবিটি প্রথম দিনেই বক্স অফিসে বেশ সাড়া ফেলে। একদিনেই এটি আয় করে নিয়েছিল ৮ কোটি ৭১ লাখ রুপি। নায়ক-নায়িকার অভিষেক সিনেমায় বলিউডে এটিই সবচেয়ে বড় আয়।