কালোতে আলো ছড়াচ্ছেন বুবলী

শবনম বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩ | ০৭:১১ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৩ | ২০:২৩
ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত নায়িকা বুবলী। সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ সিনেমা দিয়ে অভিনয়ে তার অভিষেক ঘটে। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁথে করেছেন ১২টি সিনেমা।
২০২২ সালের ৩ অক্টোবর বুবলি জানান, ২০১৮ সালের ২০ জুলাই তিনি ও শাকিব খান বিয়ে করেন। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে তাদের পুত্র সন্তানের জন্ম হয়। পরে শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবনতি, শেষ পর্যন্ত ডিভোর্স।
সম্প্রতি শবনম বুবলীর নতুন প্রেমের গুঞ্জন নিয়ে ফের সরগরম মিডিয়াপাড়া। শোনা যাচ্ছে, গান বাংলা টিভি চ্যানেলের মালিক কৌশিক হোসেন তাপসের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে তাপসের স্ত্রী ফারজানা মুন্নির একটি পোস্ট ভাইরাল হয়। তাতে তিনি উল্লেখ করেন, বুবলী একসময় অপু বিশ্বাসের সংসার ধ্বংস করেছে, এখন আমার সংসার ধ্বংসের চেষ্টা করছেন। পরে যদিও বিষয়টি মিথ্যা বলে দাবি করেন ফারজানা মুন্নি।
বিষয়টি অস্বীকার করে বুবলি বলেছেন, টিএম ফিল্মসের কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাঁদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তাঁরা দু’জন বাংলাদেশের অন্যতম চর্চিত দম্পতি। আমাকে স্নেহ করেন তাঁরা। আমার পরিবারের অংশ তাঁরা। আমাদের এত সুন্দর একটি সম্পর্ক নিয়ে যারা এসব নোংরামি করছে, তারা আসলে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চাইছে।’
প্রেমের গুঞ্জনকে কোনোভাবেই পাত্তা না দিয়ে ফুরফুরে মেজাজেই আছেন এই নায়িকা। তার প্রমাণ মিলেছে কতকাল। কালো পোশাকে ফেসবুকে ছড়িয়েছেন আলো। ছবির পোস্ট করার সঙ্গে সঙ্গে তার রূপের প্রসংশায় মেতে উঠেছেন ভক্তরা।
নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন বুবলি। চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। তিনি অর্থনীতিতে সরকারি তিতুমীর কলেজ থেকে স্নাতক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন বুবলী।