ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

রুনা খানের প্রথম

রুনা খানের প্রথম

রুনা খান

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪ | ১৮:৫৪

দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। মঞ্চ, নাটক, সিনেমার গণ্ডি পেরিয়ে এখন তিনি নিয়মিত ওটিটি প্ল্যাটফর্মে। পর্দা তার বিচরণ থাকলেও র‌্যাম্পে হাটেননি এই অভিনেত্রী। এবার সেটাও নাম জাড়ালেন তিনি। 

রাজধানীর গুলশানের আলোকি সেন্টারে অনুষ্ঠিত ফ্যাশন উইক আয়োজন করে ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি)। এখানে দেশের প্রথম সারির র‍্যাম্প মডেলদের পাশাপাশি প্রথমবার র‍্যাম্পে হেঁটে মুগ্ধতা ছড়িয়েছেন রুনা খান।

শো স্টপার রুনা খানের পোশাক ছিল একেবারেই আলাদা রঙের। উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট পরেন তিনি।

এতে অংশ নিয়ে রুনা খান বলেন, ‘এ আয়োজনের অংশ হয়ে আমার আনন্দ ও গর্ব হচ্ছে। কারণ, এখানে দেশি ফ্যাশনকে প্রমোট করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমিও দেশি ফ্যাশনকে নিজের মধ্যে ধারণ করি। দেশি ম্যাটেরিয়ালের পোশাকই বেশি পরার চেষ্টা করি। ডিজাইনার মাহিন খানকে ধন্যবাদ, তাঁর মতো আইকনিক ডিজাইনার আমাকে শো স্টপার হিসেবে নির্বাচন করেছেন। আমি বরাবরই তাঁর পোশাক পছন্দ করি। এ জন্য আরও আগ্রহ নিয়ে কাজটি করেছি। ফ্যাশন শোতে দারুণ সময় কেটেছে।’

দেশের প্রথম সারির র‍্যাম্প মডেলদের পাশাপাশি শেষ দিনে চমক ছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি ও আইকনিক ফ্যাশন ডিজাইনার মাহিন খানের ফ্যাশন কিউ।

আয়োজনটি সর্বকালের গুণী ডিজাইনারের একজন এমদাদ হককে উৎসর্গ করা হয়েছে।

আরও পড়ুন

×