ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

রেড সি উৎসবে লালগালিচায় মেহজাবীন, রইল ১০ ছবি

রেড সি উৎসবে লালগালিচায় মেহজাবীন, রইল ১০ ছবি

মেহজাবীন চৌধুরী। ছবি: সমকাল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২২:২৮ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ | ২৩:০৪

সৌদি আরবে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসর। জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে দেখা গেছে হলিউড-বলিউডসহ সিনে দুনিয়ার বড় বড় তারকাদের। বাংলাদেশি ছবি নিয়ে সেখানে গেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অন্য তাকাদের মত নান্দনিক পোশাকে লালগালিচায় হেঁটেছেন এই অভিনেত্রী। 

মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমাটি নির্বাচিত হয়েছে রেড সি আসরের প্রতিযোগিতা বিভাগে। ছবি: সমকাল

রোববার (৮ ডিসেম্বর) কালচার স্কয়ার-সিনেমা ১-এ হয়েছে ‘সাবা’র প্রথম প্রদর্শনী। ছবি: সমকাল

বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে এটি। ছবি: সমকাল

এ উৎসবে ‘সাবা’র তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। ছবি: সমকাল

৯ ও ১৪ ডিসেম্বর একই স্থানে আরও দুটি প্রদর্শনী হবে। ছবি: সমকাল

মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’। ছবি: সমকাল

এটি নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম সিনেমা। ছবি: সমকাল

এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করে ৯০ মিনিটের সিনেমাটি। ছবি: সমকাল

উৎসবে হলিউডের বিখ্যাত অভিনেতা উইল স্মিথ এবং ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের সঙ্গে সাক্ষাত হয়েছে মেহজাবীনের।  ছবি: সমকাল

আরও পড়ুন

×