ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

‘শীতে বসন্তের আলাপ’

‘শীতে বসন্তের আলাপ’

মৌসুমী মৌ। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৭:১১ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ | ১৭:১৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাদের কাজের খবরসহ ব্যক্তি জীবনের নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের আজকের ছবি ও মনের কথা।


বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। নিউ ইয়র্ক থেকে আজ একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘চকচকে ঝকঝকে সিটি লাইট। ইউ আর ইন সাইড।’ ছবি: ফেসবুক


হদুল শাড়ি গায়ে জড়িয়ে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ লিখেছেন, ‘সরিষা মাখা সুতির শাড়ি বড্ড ভালবাসি! শীতে বসন্তের আলাপ। আমার ভেতরের নদীর কলতান।’ ছবি: ফেসবুক


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি অভিনয়েও নিয়মিত মনোজ কুমার প্রামাণিক। হাতভর্তি বই নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ছবিটি আজ পোস্ট করেছেন তিনি। ছবি: ফেসবুক


কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী ও উপস্থাপক মৌসুমী মৌ লিখেছেন, ‘জীবন একটি সমুদ্র। যার প্রতিটি ঢেউ আপনার কাছে বিভিন্ন জিনিস নিয়ে আসবে। কখনো ঝিনুক মুক্তা, কখনো বর্জ্য। কোনটা রাখবেন আর কোনটা ছেড়ে দেবেন, সেটা আপনার ব্যাপার।’ ছবি: ফেসবুক


কয়েকদিন আগেই বিয়ে করেছেন অভিনেত্রী তানজিকা আমিন। শীতের সকালে স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তিনি চুক্তির শিল্প জানেন!’ ছবি: ফেসবুক

 


নায়িকা অধরা খান লিখেছেন, ‘আপনি একজন ধান্দাবাজ সাইকোপ্যাথ যার বোঝার অভাব আছে তার সাথে যুক্তি বা কার্যকরীভাবে লেনদেন করতে পারবেন না।’ ছবি: ফেসবুক


অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আমি সুগার থেকে প্রতিদিন আমার সোয়াগ ধার করি।’ ছবি: ফেসবুক


শীতের সকালে দুই অভিনেতাকে নিয়ে একটি ছবি পোস্ট করে আশরাফুল আশীষ লিখেছেন, ‘এই ছবিটার মাহাত্ম্য অনেক। এই অসাধারণ ছবিটা তুলে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নাজনীন হাসান আপা।’ ছবি: ফেসবুক

আরও পড়ুন

×