ভালো ছবির সংখ্যা বাড়েনি: তারিক আনাম

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০ | ০০:৪৬
তারিক আনাম খান। অভিনেতা, নাট্যকার ও নির্দেশক। নাগরিক টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক 'জঙ্গলে গণ্ডগোল'। নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
'জঙ্গলে গণ্ডগোল' নাটকটির গল্প কী নিয়ে?
নানা রহস্যঘেরা হাস্যরসাত্মক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এতে দেখা যায়, শ্রীমঙ্গল শহরে বেকার যুবক রাকিব হোসেন রাকু। সে সবার কাছে পরিচিত তার বিকট শব্দের পঞ্চাশ সিসির মোটরসাইকেলের জন্য। সাইকেলটি দেখতেও বিদঘুটে। তবে এটি রাকু নিজে চালায় না। চালক এলাকার ছোট এক ভাই। শ্রীমঙ্গলে পর্যটক হিসেবে আসে একটি পরিবার। তারা সেখানে এসেই ডাকাতের কবলে পড়ে।
এতে আপনার চরিত্রটি কেমন?
আমি অভিনয় করেছি একজন ডাকাত সর্দারের ভূমিকায়। এই ডাকাত সর্দার আবার মজার কিসিমের। অনেকেই ডাকাত সর্দারের চরিত্রটি ভালো লেগেছে বলে জানিয়েছেন। আর নির্মাতা উজ্জ্বল মাহমুদ অনেক সাধারণ বিষয় অসাধারণভাবে পর্দায় তুলে ধরেছেন।
'গাঙচিল' ছবির কাজ কতদূর?
এখনও এর শুটিং চলছে। নঈম ইমতিয়ার নেয়ামুল পরিচালিত ছবিতে আমাকে দেখা যাবে প্রভাবশালী ইসমাইল চেয়ারম্যানের চরিত্রে। 'গাঙচিল'-এ চরের প্রভাবশালী মন্দ মানুষের চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।
শুনেছি, একটি ওয়েব ফিল্মে অভিনয় করছেন?
হ্যাঁ, শিহাব শাহিনের পরিচালনায় আগামী মাসে 'যদি, কিন্তু তবুও' ছবির শুটিং শুরু হবে। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন, তখন কী হতে পারে এমন বিষয় নিয়ে ছবির গল্প। জি-ফাইভ প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে।
ওয়েব ফিল্ম, নাটকের পাশাপাশি সিনেমায়ও কাজ করছেন। এ মাধ্যমের সার্বিক অবস্থা কেমন মনে হয়?
চলচ্চিত্রের দুঃসময় অনেকটা কেটে গেছে। এখন অনেক ছবি হচ্ছে। কতটা তা মানসম্পন্ন তা দর্শকই ভালো বলতে পারবেন। মোটা দাগে এটাই বলতে পারি, ভালো ছবির সংখ্যা বাড়েনি। খ্যাতিমান নির্মাতাদের পাশাপাশি তরুণ নির্মাতারাও কাজ করছেন। যারা এ সময়ে চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হচ্ছেন, তাদের উচিত বিরতি না দিয়ে নিয়মিত কাজ করা। তাহলে আমাদের সিনেমায় আরও প্রাণ সঞ্চার হবে।
- বিষয় :
- তারিক আনাম খান
- বিনোদন