থালাপতি বিজয়ের ছবি মুক্তি, তাই ছুটি ঘোষণা করা হলো

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ০২:৪০ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ০৩:০৪
রজনীকান্তের পর তামিল সিনেমায় সুপারস্টার তকমা পাওয়া তারকাদের কয়েকজনের অন্যতম থালাপতি বিজয়। ভারত এবং ভারতের বাইরে তার সিনেমাকে ঘিরে থাকে আলাদা উম্মাদনা। বলা হয়ে থাকে তামিল সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম থালাপাতি বিজয়। এই সুপারস্টারের ৬৫তম ছবি ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামীকাল।
ছবিটি মুক্তির আগে থেকেই বিজয় ভক্তদের মধ্যে উন্মাদনা। উন্মাদনা এতটাই যে সিনেমা মুক্তির দিন তামিলনাড়ুর বেশ কয়েকটি কোম্পনি ছুটি ঘোষণা করেছে।
বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তামিলনাড়ুতে তুমুল জনপ্রিয় বিজয়; প্রিয় নায়কের সিনেমা দেখতে ১৩ এপ্রিল কোম্পানিগুলোর এইচআর বিভাগে রেকর্ড সংখ্যক ছুটির আবেদন জমা পড়েছে। সে কারণে বেশ কয়েকটি কোম্পানি সেদিন ছুটি ঘোষণা করেছে। এমনও হয়েছে, কর্মীদের জন্য ফ্রি টিকেটও দিচ্ছে কিছু কোম্পানি।
ছুটি ঘোষণার বেশ কয়েকটি কোম্পানির নির্দেশনাও ভাইরাল হয়েছে অন্তর্জালে।
পরিচালক নেলসন দিলীপকুমারের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেগড়ে। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। এ সিনেমা তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাচ্ছে।
খবরে প্রকাশ, ১৫০ কোটি বাজেটের এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি। তবে এ সিনেমা নিয়ে বিতর্ক উঠেছে। কুয়েত ও কাতারে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে।
- বিষয় :
- থালাপতি বিজয়
- বিস্ট
- ছুটি ঘোষণা