ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নাটকের শুটিংয়ে পুড়ে যাওয়া সবুজকে বাঁচানো গেল না

নাটকের শুটিংয়ে পুড়ে যাওয়া সবুজকে বাঁচানো গেল না

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ১০:৫৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ১০:৫৫

নাটকের শুটিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত লাইটম্যান সবুজকে বাঁচানো গেলো না। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মারা গেছেন।

নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত ঈদের নাটক ‘প্রথম প্রথম প্রেম’ এর শুটিং হচ্ছিল। সেই শুটিংয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন লাইটম্যান সবুজ হোসেন। পরে  তাকে ভর্তি করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। একপর্যায়ে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গতকাল সোমবার ভেন্টিলেশনে নেওয়া হয়। কিন্তু এখান থেকে আর ফেরানো গেলো না তাকে।

নাটকটির অভিনয়শিল্পী ছিলেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, সাদিয়া ইসলাম মৌ, নাবিলা ইসলামসহ অনেকে। 

সেদিনের বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার বিবরণ দিয়ে চয়নিকা বলেন, ‘সেদিন শুটিংয়ের জন্য দ্বিতীয় তলায় স্কিমার বোর্ড ধরেছিলেন সবুজ। এটি শুটিংয়ের সময় অভিনয়শিল্পীদের মুখে আলো কমানো ও বাড়ানোর কাজ করে। পরে সেটি হঠাৎ বাতাসে উড়ে পাশে থাকা রাস্তার বিদ্যুতের তারে লাগে। সেটি ধরতে গিয়েই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কারণ, স্কিমারের চারপাশে লোহা ছিল। সেই সময়ই বিস্ফোরণ হয়ে ছেলেটির শরীরের পেছনে পুড়ে ঝলসে যায়। সঙ্গে সঙ্গে হাতও ঝলসে যায়।’

গুরুতর অসুস্থ সবুজকে সেদিনই সঙ্গে সঙ্গে কুর্মিটোলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে স্থানান্তর করা হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে। তখনই তার শরীরের ৩০ শতাংশের বেশি অংশ পোড়া ছিল।

চয়নিকা বলেন, ‘গতকাল তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তখন ওর মা-বাবা, আমি সবুজের সঙ্গে কথা বললাম। সে আমাকে বলল, সে বাঁচতে চায়; তার মাকে বলল, ‘‘মা, আমি বাঁচতে চাই, আমার জন্য আল্লাহর কাছে নফল নামাজ পড় মা।’’ আমরা তাকে সান্ত্বনা দিলাম, সে আবার ফিরে আসবে। ভেন্টিলেশনে শতভাগ অক্সিজেন দেওয়া ছিল। পরে আজ সকালে যখন চিকিৎসকদের সঙ্গে কথা হয়, তখন তিনি বললেন, কার্ডিয়াক অ্যাটাক হয়েছে সবুজের।’

খবর পেয়ে ৭ এপ্রিল সকালে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন সবুজের মা, বাবা ও মামা। সবুজ ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। সবুজের স্ত্রী ও এক ছোট সন্তান গ্রামে তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় ছিলেন। সবুজের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নাট্যাঙ্গনে। বিভিন্ন শুটিং সেটে তাকে স্মরণ করা হচ্ছে। অভিনয়শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন। 

আরও পড়ুন

×