কনার জন্মদিনে বাপ্পা মজুমদার যে উপহার নিয়ে হাজির

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ২৩:৫৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ২৩:৫৮
আগামী ১৫ এপ্রিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার জন্মদিন। এই শিল্পীর জন্মদিনের উপহার হিসেবে বাপ্পা মজুমদার প্রকাশ করছেন তার সুরে গাওয়া কনার নতুন গান। শিরোনাম 'মন ভালো'। এর কথা লিখেছেন শাহান কবন্ধ। সুরের পাশাপাশি গানের সংগীতায়োজন করেছেন বাপ্পা নিজে।
তিনি জানান, বেশ কিছুদিন আগে তার সুর-সংগীতের মিশ্র অ্যালবাম 'বিউটিফুল ভয়েজেস সিজন ওয়ান'-এর জন্য গানটি রেকর্ড করা হয়েছিল। ক'দিন আগে আঁখি আলমগীরের গাওয়া অ্যালবামের প্রথম গানটি বাপ্পার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। একই চ্যানেলে প্রকাশ করা হচ্ছে কনার 'মন ভালো' গানটি।
এ নিয়ে কনা বলেন, "এবারের জন্মদিনে এই গানটি হবে আমার বড় উপহার। বাপ্পা মজুমদারের সুরে অনেক গান গেয়েছি। কিন্তু এই গানটির প্রতি আলাদা এক ধরনের ভালো লাগা আছে। কারণ এর আগে তার সুরে যে গানগুলো গেয়েছি, সেগুলো থেকে 'মন ভালো' অনেকটাই ভিন্ন ধরনের; যা অনেকের ভালো লাগবে।" বাপ্পা মজুমদার বলেন, 'এই গান শুনে শ্রোতারা নতুন এক কনাকে আবিস্কার করবেন। তার গায়কী ছিল এতটাই মুগ্ধ করার মতো।'
- বিষয় :
- বাপ্পা মজুমদার
- কনা
- বিনোদন