ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শাকিরার আট বছরের জেল হতে পারে!

শাকিরার আট বছরের জেল হতে পারে!

শাকিরা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ০৫:৩১ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০৫:৩১

আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন জনপ্রিয় কলম্বিয়ান গায়িকা শাকিরা। তার বিরুদ্ধে কর ফাঁকির এক মামলা ৮ বছরের কারাদণ্ড চাওয়া হয়েছে। 

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে শাকিরার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির মামলা করেছিলেন স্পেনের এক আইনজীবী। ওই আইনজীবীর দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন এই গায়িকা। 

সম্প্রতি এই মামলায় শাকিরার আট বছরের বেশি কারাদণ্ড চেয়ে আবেদন করেছেন সেই আইনজীবী। একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে রয়টার্স।

বিষয়টি নিয়ে এখনও শাকিরা ও সেই আইনজীবী থেকে  আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। 

গত সপ্তাহে এই মামলা নিষ্পত্তির জন্য শাকিরাকে একটি প্রস্তাব দিয়েছিলেন সেই স্প্যানিশ আইনজীবী। কিন্তু শাকিরা সেই প্রস্তাব গ্রহণ করেননি। তার টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই গায়িকা যে নির্দোষ তা নিয়ে কোনো সন্দেহ নেই, এজন্য মামলা নিষ্পত্তির প্রস্তাব গ্রহণ করেননি।’  তবে মামলাটি নিষ্পত্তির জন্য কী শর্ত দেওয়া হয়েছিল তা উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন

×