হলিউডে কাজ করে মুগ্ধতার কথা জানালেন আলিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০২:৩৩ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০২:৫২
এই বছরের শুরু থেকেই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট দারুণ সময় কাটাচ্ছেন। বছরের শুরুতে 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ' ছবির সাফল্য। তার অভিনীত'আরআরআর' ছবিটিও বক্সঅফিসে রেকর্ড ব্যবসা করেছে। এখনও নেটফ্লিক্সে মুক্তি অপেক্ষায় রয়েছে তার প্রযোজিত 'ডার্লিংস'এবং অয়ন মুখার্জি পরিচালিত বিশাল বাজেটের 'ব্রহ্মাস্ত্র 'ছবি। সব মিলিয়ে ক্যারিয়ারে বেশ দারুন সময় কাটাচ্ছেন তিনি। এছাড়াও নেটফ্লিক্সের জন্য তৈরি ‘হার্ট অব স্টোন’ ছবি দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আলিয়া। তিনি গাল গ্যাডোটের সঙ্গে অভিনয় করছেন ছবিটিতে৷
এর আগে জুলাই মাসে সিনেমার কাজ শেষ করে মুম্বাই ফিরে আসেন আলিয়া। শুটিং শিডিউলের জন্য তিনি দুই মাসেরও বেশি সময় ধরে লন্ডনে ছিলেন।
গর্ভে প্রথম সন্তান নিয়ে ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন,‘হলিউডে আমার প্রথম কাজ। বড় প্রকল্পে ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে, কাজ শেষ করেছি। টিমের সব কাছ থেকে যে আতিথেয়তা, যত্ন পেয়েছি, আমি কখনও ভুলব না।’
তিনি আরও বলেন,‘গ্যাল, জেমি ও আমার পরিচালক টম হার্পারের সঙ্গে শুটিং করার সময় সুন্দর সময় কাটিয়েছি। আমি মনে করি আমরা 'হার্ট অব স্টোন'র মাধ্যমে খুব সুন্দর কিছু নিয়ে আসতে পারবো এবং আমি এটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
- বিষয় :
- আলিয়া ভাট
- বলিউড অভিনেত্রী
- হলিউড