বিতর্কের ভয়ে মুক্তির আগেই কার্তিক-কিয়ারার ছবির নাম বদল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৫:০২ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৫:০৪
নাম বদলানো হল বলিউড তারকা কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত 'সত্যনারায়ণ কি কথা' সিনেমার। নাম বদলে এখন ছবিটির নাম রাখা হয়েছে 'সত্যপ্রেম কী কথা'।
ভারতীয় গণমাধ্যম বোল্ড স্কাইয়ের সূত্র অনুযায়ী, প্রথম যখন এই সিনেমার নাম সামনে আসে তখনই পরিবর্তনের দাবি উঠেছিল। অনেকেরই দাবি ছিল 'সত্যনারায়ণ কি প্রেম কথা' নাম আঘাত হানতে পারে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে। এ কারণে গত বছরই ছবির নির্মাতা এই সিনেমার নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। রোববার এই সিনেমার অভিনেত্রী কিয়ারা আদভানির জন্মদিনের দিনই কার্তিক আরিয়ান অভিনেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছবি নতুন নামও প্রকাশ্যে আনেন। সেই সঙ্গে শেয়ার করেন ছবির ফার্স্ট লুকও। এই ছবিতে কার্তিকের চরিত্রের নাম 'সত্যপ্রেম'। আর কিয়ারার নাম 'কথা'।
ছবির টিজার পোস্টারে সাদা রঙের পোশাকে দেখা গেছে কিয়ারাকে। আর কার্তিক পরেছেন ধুসর রঙের টি-শার্ট আর কালো জ্যাকেট। ছবিটা শেয়ার করে ওই পোস্টে কার্তিক লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে কথা। --তুমহারা সত্যপ্রেম।' অন্যদিকে কার্তিকের পোস্টের জবাবে কিয়ারা লিখেছেন, 'দেখা হবে সত্যু সত্য প্রেম কি কথা-এর সেটে।'
এই জুটিকে সম্প্রতি দেখা গিয়েছে 'ভুল ভুলাইয়া টু' ও 'যুগ যুগ জিও' সিনেমায়। দুটি ছবিই বক্সঅফিসে বেশ সাড়া ফেলেছে।
- বিষয় :
- কার্তিক আরিয়ান
- কিয়ারা আদভানি