ধুতি-পাঞ্জাবিতে সেজে যে বার্তা দিলেন স্বস্তিকা
স্বস্তিকা মুখোপাধ্যায়।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ০৭:১৯ | আপডেট: ০২ আগস্ট ২০২২ | ০৭:২৪
তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি হারতে শেখেননি! অথচ তাঁরই অভিযোগ, টালিউডের ফিল্ম পটিটিক্সে তিনি কোণঠাসা! বিনোদন দুনিয়ার লিঙ্গ বৈষম্যেরও শিকার তিনি! এ নিয়ে কথা বলেছেন আগেই। এবার শুধু কথা নয়, তাক লাগিয়ে দিলেন পোশাকে।
ছবিতে দেখা গেছে, কালো বেনিয়ান পাঞ্জাবি আর দুধসাদা চুনোট ধুতিতে তাকে মানিয়েছে বেশ। পায়ে কোলাপুরি চটি। নাক, গলা, আঙুলে ঝলমলে পাথরের মিনাকারি গয়না। স্বস্তিকা অনন্যা। ‘বিবি’ স্বস্তিকার এই রূপ পোশাকশিল্পী অভিষেক রায়ের সৌজন্যে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে অভিষেক জানিয়েছেন, লিঙ্গভেদ দূর করার বার্তা দিতে চেয়েছেন তিনি। ইদানীং, পুরুষ অনায়াসে নারীর জন্য তৈরি বারোহাতি শাড়িতে নিজেকে জড়াচ্ছেন! দাড়ি-গোঁফ শোভিত চেহারাতেই ঘাড়ের কাছে হাতখোঁপা। তাঁরা পারলে নারী নয় কেন? আর এমন বৈপ্লবিক বার্তা তো স্বস্তিকাই দিতে পারেন! তাই তাঁকেই মনের মতো করে সাজিয়েছেন পুরুষের পোশাকে।
তিনি বলেন, বার্তা দেওয়ার একাধিক রঙের মধ্যে কালোও ছিল। সাদা-কালো জুটিও আজীবনের। তাই কালো পাঞ্জাবির সঙ্গে মানানসই চুনোট ধুতির পাড়ে সূক্ষ্ম কালো সুতোর কাজ। তথাকথিত ধাক্কাপাড় নয় কিন্তু।
এই সাজে স্বস্তিকা নিন্দিত না নন্দিত? অভিষেকের দাবি, প্রথমে সবাই থমকে গিয়েছিলেন। কিন্তু স্বস্তিকা তো স্বস্তিকাই। তাই নিজের জোরে সবার হাততালি আদায় করে নিয়েছেন। নায়িকা নিজে কী বলছেন?
স্বস্তিকার মতে, নারী প্রতিদিনই দেবী। অস্বীকার করার উপায় নেই। বিশ্বাস করুন, আমরা শক্তিশালী। এর জন্য যাচাইয়ের প্রয়োজন নেই।
- বিষয় :
- স্বস্তিকা মুখোপাধ্যায়