ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

স্বামীর রান্না খেয়ে হাসপাতালে ভর্তি হোন নয়নতারা!

স্বামীর রান্না খেয়ে হাসপাতালে ভর্তি হোন নয়নতারা!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২২ | ০৪:০৫ | আপডেট: ১২ আগস্ট ২০২২ | ০৪:০৫

দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার নয়নতারা। তামিল ইন্ডাসষ্ট্রির সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নায়িকাও তিনি। এ বছরের ৯ জুন  ভারতের দক্ষিণি অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, স্বামী বিগনেশ শিবানের হাতে রান্না করা খাবার খেয়েছিলেন নয়নতারা। এরপর তার বমি শুরু হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পরই তাকে ছাড়পত্র দেয় চিকিৎসক। 

যদিও অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্বকের সংক্রমণের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেত্রী।

তবে এ বিষয়ে নয়নতারা ও বিগনেশ শিবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

 সর্বশেষ ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’সিনেমায় দেখা গেছে। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমাতে অভিনয় করছেন তিনি। 

whatsapp follow image

আরও পড়ুন

×