'বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, দেশের প্রতিটি মানুষ তার কাছে ঋণী'

চিত্রনায়ক আলমগীর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২২ | ০৪:৫৪ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ | ০৫:০৪
ঢাকাই সিনেমা ইন্ডাষ্ট্রির সুতিকাঘার এফডিসি। যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া। ১৯৫৭ সালে ৩ এপ্রিল প্রাদেশিক পরিষদে বাংলাশের চলচ্চিত্রের বিলটি উত্থাপন করেন শেখ মুজিবুর রহমান। এরপরই সূচনা হয় এফডিসির। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর এই অবদানের কথা ফের সামনে আনলেন চলচ্চিত্রের ১৮টি সংগঠনের মুখপাত্র ও বর্ষিয়ান অভিনেতা আলমগীর।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১২টার দিকে এফডিসিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে আলমগীর বলেন, ‘ওই দিনই তিনি বিলটি পাস করান। একই সঙ্গে এই এফডিসির ফাউন্ডেশনও তিনিই দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশে চলচ্চিত্র হবে এবং তাই হয়েছে।’
আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের এফডিসি করে দিয়েছেন বলেই আমরা তাঁকে স্মরণ করছি এমনটা নয়। তিনি আমাদের বাঙালি জাতির পিতা। আমাদের দেশের প্রতিটি মানুষ তাঁর কাছে কৃতজ্ঞ যে, তিনি আমাদের স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্র দিয়ে গেছেন। তিনি না থাকলে আজ বাংলাদেশ হতো না। আজ শ্রদ্ধাভরে আমরা তাঁকে স্মরণ করে কাঙালি ভোজ দিয়ে কিছুটা ঋণ শোধ করি। এদেশের সমস্ত বাঙালি তাঁর কাছে ঋণী। দেশবাসীর কাছে আমার অনুরোধ সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোয়া করবেন।’
সোমবার সকালে এফডিসিতে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এফডিসির আনুষ্ঠানিকতা শেষে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে তারা যান বনানী কবরস্থানে।