ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

তারকাদের দুর্গা পূজা

কলকাতার পূজার আমেজ নিয়ে ময়মনসিংহে জ্যোতি

কলকাতার পূজার আমেজ নিয়ে ময়মনসিংহে জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২ | ০১:৩৩ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২ | ০১:৪০

পূজার আগে কলকাতায় গিয়েছিলেন ঢাকার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ফিরে এসে বললেন, 'পূজার আগেই কলকাতায় পূজার আমেজ থাকে। সেই আমেজ নিয়েই গত শুক্রবার সেখান থেকে ঢাকায় এসেছি। কলকাতা থেকে নিজের জন্য সাজপোশাক কিনেছি। অনেকের জন্য উপহার নিয়ে এসেছিলাম।' 

কলকাতা থেকে কিনে আনা উপহারগুলো পূজার আগেই আত্মীয়-স্বজন ও কাছের মানুষদের দিয়েছেন জ্যোতি। অভিনেত্রী বললেন, 'কোনো উৎসব আয়োজনে উপহার দিতে ও পেতে ভালো লাগে। কলকাতা থেকে কিনে আনা উপহারগুলো সবাইকে দিয়ে দিয়েছি।'

জ্যোতি পূজা উদযাপন করতে গিয়েছেন গ্রামে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর এসেছি। সেখানেই মা-বাবার সঙ্গে বিজয়া দশমীর দিনে আনন্দময় সময় কাটাচ্ছেণ বলে জানান এই অভিনেত্রী। 

আরও পড়ুন

×