রোমান-অনন্যার পর এবার মুন্না-হাসনার রসায়ন
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২ | ০৫:০৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২২ | ০৫:১৮
শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম উভয়ের বৃহস্পতি এখন তুঙ্গে। 'পরাণ' ছবিতে রোমান ও অনন্যা চরিত্র হয়ে দর্শকদের হৃদয়ে যে শিহরণ জাগিয়েছেন তার রেশ কাটেনি এখনও। সেই রেশ থাকতে থাককেই পর্দায় এ জুটি হাজির হচ্ছেন মুন্না ও হাসনা হয়ে। মানে 'দামাল' ছবিতে মুন্না ও হাসনা চরিত্রে দেখা যাবে তাদের।
শুক্রবার ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। 'পরাণ' এ জুটি 'দামাল' কতটা সাড়া জাগাতে পারবেন, কতটা রসায়ন ছড়াতে পারবেন সেটাই দেখার অপেক্ষায় আছেন দর্শকরা।
তবে মিম ও রাজের সঙ্গে আলাপে জানা গেল 'দামাল' হতাশ করবে না দর্শকদের। রাজের ভাষ্য, 'পরাণ এর রোমানকে যে দর্শকরা পছন্দ করবেন দামালের মুন্নাকেও তারা পছন্দ করবেন। যদিও গল্প ও একেবারেই আলাদা। তারপরও চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি আমরা। পুরো চ্যালেঞ্জই নিয়েছি দর্শকদের ভালো কিছু উপতার দিতে।'
'পরাণ' ছবিতে অন্যন্যাকে কেন্দ্র করেই এগিয়েছে গল্প। চরিত্রটিকে রীতিমতো গালমন্দ করছে দর্শক। জানিয়েছেন ঘৃণাও। অনন্যার প্রতি দর্শকদের এই গালমন্দ, ঘৃণা ছবিটিকে এনে দিয়েছে ব্লকবাস্টার সাফল্য। সেই মিমকে 'দামাল' আসছেন হাসনা হয়ে।
মিম বললেন, 'পরাণ আমার অভিনয় জীবনের একটি টার্নিং পয়েন্ট। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যে তারা সিনেমাটি এখনো দেখছেন। যখন দামাল মুক্তি পাচ্ছে তখও হলে হলে পরাণ চলছে। আমার বিশ্বাস পরাণ এর মত দামালের হাসনাও দর্শখদের মন কাড়বে। যারা অনন্যাকে গালি দিয়েছেন তারা হাসনাকে তালি দেবেন। হাসনা চরিত্রটি উপভোগ করবেন আশা করছি।
রায়হান রাফী পরিচালিত 'দামাল' সিনেমায় আছেন সিয়াম আহমেদও। এতে তাকে ফুটবল মাঠের স্টাইকার দূর্জয় চরিত্রে দেখা যাবে সিয়াম আহমেদকে। বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজাসহ আরও অনেকে।
'দামাল' সিনেমার কাহিনী লিখেছেন শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর। যৌথভাবে এর চিত্রনাট্য রচনা করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা। সিনেমাটির গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ। গানের সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি।
- বিষয় :
- পরাণ
- দামাল
- শরিফুল রাজ
- বিদ্যা সিনহা মিম