ছেলেকে উপহার দিলেন সিনেমা, পরী বললেন সিনেমা হলেও যাবো
চিত্রনায়িকা পরীমণি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৩:১৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৫:৩৫
'আমরা আসলে সবাই শিশু। আমারা আসলে শিশু হয়েই থাকি। বয়সের দিক থেকে বড় হলেও আমাদের মধ্যে একটা শিশু সবসময় থেকেই যায়।' মঙ্গলবার 'অ্যাডভেঞ্জার অব সুন্দরবন' ছবির ট্রেইলার উন্মোচন অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বললেন আলোচিত নায়িকা পরীমণি।
'অ্যাডভেঞ্জার অব সুন্দরবন' মূলত শিশুতোষ চলচ্চিত্র। অনুষ্ঠানে পরী তার চারমাস বয়সী একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই হাজির হন। শিশুদের নিয়ে এই চলচ্চিত্রের রঙিন এই মুহূর্তকে রাজ্যর জন্য 'গুড মেমোরি' হিসেবে রাখতে তাকে নিয়ে আসেন বলে জানান পরী।
শুধু ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে নয়, ছেলেকে নিয়ে হলে গিয়ে সিনেমাটিও দেখবেন বলে আশা প্রকাশ করেন পরী। নায়িকা বলেন, ‘আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাবো যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা।'
সিনেমাটি নির্মিত হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে, নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। এই ছবির মাধ্যমে চিত্রনায়ক সিয়ামের সঙ্গে 'বিশ্বসুন্দরী' ছবির পর আবারও জুটি হয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন পরীমণি।
- বিষয় :
- পরীমণি
- অ্যাডভেঞ্জার অব সুন্দরবন
- চলচ্চিত্র