গল্প বলার স্বাধীনতা চাইলেন নির্মাতা ও শিল্পীরা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৮:৩৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ০৮:৪০
প্রথমবারের মতো অনুষ্ঠিত 'ফ্যাব ফেস্ট' আয়োজনে গল্প বলার স্বাধীনতা চাইলেন শিল্পী ও নির্মাতারা। পাশাপাশি তাঁরা দাবি করেন সিনেমা কিংবা দৃশ্যশিল্পের নীতিমালা সংস্কারের। গতকাল সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে 'ফ্যাব ফেস্ট' উদ্বোধন করেন বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের ও মোরশেদুল ইসলাম।
আয়োজনে স্বাগত বক্তব্য দেন নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ। উদ্বোধনী আয়োজনে গান পরিবেশন করেন আরমীন মুসা, তনুশ্রী দাস, রেজাউল করিম, ইউসুফ আলী খান, আহনাফ খান প্রমুখ। সকাল সাড়ে ১০টায় 'বাংলাদেশি সিনেমাকে সীমানা ছাড়িয়ে কীভাবে এগিয়ে নেওয়া যায়' নিয়ে আলোচনা করেন আইনমন্ত্রী আনিসুল হক, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, কামার আহমাদ সাইমন, পিপলু আর খান ও ব্যারিস্টার মইন গনি।
'হাওয়া' ও 'পরাণ' সিনেমা নিয়ে আলোচনা করেন প্রযোজক খোরশেদ আলম খসরু, হলমালিক ইফতেখার উদ্দিন নওশাদ, পরিচালক রায়হান রাফি। বিকেলে নব্বইয়ের দশকের আলোচিত সিনেমা 'ঘুড্ডি' নিয়ে স্মৃতিচারণ করেন সিনেমার নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ও অভিনেত্রী লায়লা আজাদ নূপুর।
সন্ধ্যায় মোহাম্মদ কাইউম পরিচালিত 'কুড়া পক্ষীর শূন্যে উড়া' সিনেমার বিশেষ প্রদর্শনী হয়। এই আয়োজনে সমাপনী বক্তব্য দেন নির্দেশক-অভিনেতা তারিক আনাম খান।
- বিষয় :
- ফ্যাব ফেস্ট
- শিল্পী নির্মাতারা