'এই ফেস্টের মাধ্যমে আমরা চিন্তা লেনদেন করতে পারব'

নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৪:০০ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৪:০০
প্রথমবারের মতো অনুষ্ঠিত হল 'ফ্যাব ফেস্ট' (ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশ )। যে আয়োজনে গল্প বলার স্বাধীনতা চাইলেন শিল্পী ও নির্মাতারা। পাশাপাশি তাঁরা দাবি করেন সিনেমা কিংবা দৃশ্যশিল্পের নীতিমালা সংস্কারের। এই ফেস্টের লক্ষ্য ও কাজ কী? সেটা নিয়েই কথা হয় নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে।
কোন ভাবনা থেকে নতুন এই সংগঠনের যাত্রা শুরু করলেন?
কনটেন্ট। বিশেষ করে সিনেমা ও অডিও ভিজ্যুয়াল শিল্পের নীতিমালা 'রিফর্ম', বাংলা কনটেন্টের সম্ভাবনার এই সময়ে সময়োপযোগী নীতিমালার দাবি জানাতেই আমরা ভিজ্যুয়াল শিল্পের অংশীদারেরা মিলে গঠন করি এই সংগঠন।
আর এই উৎসব...
আমরা চেয়েছি নীতিনির্ধারক, উদ্যোক্তা ও গণমাধ্যমের সবাইকে নিয়ে একটি সম্মেলন করার। যেখানে আমরা চিন্তা লেনদেন করতে পারব। বলা যেতে পারে চিন্তা লেনদেনের এই ক্রিয়েটিভ সামিট হলো এই আয়োজন।
কেমন সাড়া পেলেন?
খুব ভালো। দিনভর চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, দর্শক, প্রযোজক, কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী, লেখকসহ গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ। সবার অংশগ্রহণেই এ উদ্যোগ সফল ও শক্তিশালী হয়েছে।
একটা সম্মেলন হলো। এখন আগামীতে আপনাদের পরিকল্পনা কী?
ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশ [ফ্যাব] চলচ্চিত্র বা দৃশ্যশিল্পের অনুশীলন, অধ্যয়ন ও একটি চিন্তাকেন্দ্র। ফলে সারা বছর নানান কাজের মধ্যে নিজেদের নতুন চিন্তার প্রতিফলন ঘটাতে চাই। দেশের চলচ্চিত্র, নাটক, ওটিটিসহ সব ভিজ্যুয়াল মাধ্যমের সবাইকে নিয়ে কাজ করতে চাই। কারণ, এই সংগঠন সবার জন্য উন্মুক্ত।
- বিষয় :
- ফ্যাব ফেস্ট
- নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু