ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মধ্যরাতে সৃজিতের মেসেজ, বিশ্বাস হয়নি বাঁধনের

মধ্যরাতে সৃজিতের মেসেজ, বিশ্বাস হয়নি বাঁধনের

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৪:৩১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ১৬:৩৭

সৃজিত মুখোপাধ্যায়ের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজ়ের কাজ করেছিলেন আজমেরি হক বাঁধন। এই সিরিজটির মাধ্যমেই কলকাতায় কাজের দ্বার খোলে বাঁধনের। তবে সিরিজটিতে বাঁধনের যুক্ত হওয়ার গল্প একটু 'সিনেমাটিক' বলা যায়।  

কীভাবে সৃজিতের সিরিজ়ে কাজের সুযোগ আসে বাঁধনের? সেকথাই আনন্দবাজারকে বলেছিলেন অভিনেত্রী। অনেকেই ভাবতে পারেন, স্ত্রী মিথিলাকে সুযোগ না দিয়ে কেন বাঁধনকে বেছে নিয়েছিলেন সৃজিত? সে উত্তরও দিয়েছেন বাঁধন।

অভিনেত্রী বাঁধন বলেন, 'আমি প্রথমে সৃজিতের মেসেজ ফেক (ভুয়া) বলে মনে করি। ঘটনাটি করোনা পরিস্থিতির একদম শুরুর দিকে। হঠাৎ রাতে সৃজিতের পক্ষ থেকে মেসেজ আসায় মনে হয়েছিল, এই সময় সৃজিত কি আমায় নিয়ে সিরিজ়ের কথা ভাবছেন, এটা সম্ভব! পরের দিন আমাদের বাংলাদেশের এক প্রযোজক কনফারেন্স কলে আমার সঙ্গে সৃজিতের কথা বলিয়ে দেন। তার পর আমার বিশ্বাস হয়।'

পরে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজে কাজ করেন বাঁধন। কাজটি প্রকাশও পায়। বাঁধন কাজটি দিয়ে প্রশংসিত হন। 

আরও পড়ুন

×