গাইলেন কনা, নাচলেন হৃদি
প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮ আপডেট: ২৮ আগস্ট ২০১৮
অনলাইন ডেস্ক
শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা । শ্রোতাদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হলেন এ গায়িক। সম্প্রতি আরটিভি মিউজিকের ইউটিউবে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘স্বপ্ন’।
সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শাহ আমীর খসরু। নাচের কোরিওগ্রাফি করেছেন হৃদি শেখ। পাশাপাশি গানটির মডেলও হয়েছেন হৃদি।
গানটি নিয়ে কনা বলেন, ‘গানটি দারুন হয়েছে। সেই সঙ্গে ভিডিওটিও দর্শকদের পছন্দের কতা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে দর্শক শ্রোতাদের গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
মিউজিক ভিডিও নির্মাণ সম্পর্কে নির্মাতা বলেন, আমরা সবাই মিলে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছি। শওকত আলী ইমন ভাইয়ের সুর ও সঙ্গীতে কনার কণ্ঠে গানটি অন্যরকম মাত্রা পেয়েছে’ ।