প্রিয়াঙ্কা গোপের 'ভুল'
অনলাইন ডেস্ক
‘ভুল তো মানুষেরই হয়, তাই বলে ভাঙ্গবে হৃদয়’ রোমান্টিক ও বিরহ কাতর এমন কথার গানটি সম্প্রতি প্রকাশিত হলো সেভেনটিউনসের ইউটিউব চ্যানেলে। গীতিকার কবির বকুলের কথায় গানটির সুর ও মিউজিক করেছেন শেখ জসিম। গেয়েছেন উচ্চাঙ্গসঙ্গীত ও নজরুল সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা গোপ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন প্রিয়াঙ্কা গোপ। আধুনিক গান গেয়েও তিনি শ্রোতাদের মন কেড়েছেন। দীর্ঘদিন পর নতুন করে গান প্রকাশ হলো এ শিল্পীর। গানটির শিরোনাম ‘ভুল’। সময়ের চাহিদায় গানটির নান্দনিক একটি ভিডিও নির্মাণ করা হয়েছে।
গানটি প্রসঙ্গে প্রিয়াঙ্গা গোপ বলেন, ‘ আমি মূলত উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী। আমি মনে করি আমার শ্রোতারা বেশ নির্বাচিত। সাধারণত আমি যে ধারার গান করি এটি তার বাইরের নয়। বকুল ভাই দারুন সুন্দর করে লিখেছেন। সেই সঙ্গে গানটির সুর ও মিউজিকও চমৎকার হয়েছে। আশা করি গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’