নিকেতনে বসল নাট্য নির্মাতাদের মিলনমেলা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৫:২০ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ১০:০৬
'ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ' সংগঠনের আওতায় এক ছাতার নিচে এসেছেন দেশের টেলিভিশন নাটকের নির্মাতারা। সোমবার সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করা হলো রাজধানী নিকেতনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে। নবীন-প্রবীণ নির্মাতাদের সম্পর্ক দৃঢ় করতে এই সম্মিলনের আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি অনন্ত হীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ, আবুল হায়াত, মোরশেদুল ইসলামসহ ডিরেক্টরস গিল্ডের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মিলনমেলায় আবুল হায়াত বলেন, 'একটা সময় ছিল আমাদের বসার জায়গা ছিল না। এখন সেটা হয়েছে। আমরা একটা পরিষদ করেছি। সেটার মধ্যে থাকলেই হবে না। কাজ করতে হবে। সেটা হতে পারে কিছু পরিচালক তৈরি করা, কিছু শিল্পী তৈরি করা। এছাড়া এমন কিছু কাজ করতে হবে, যা আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে পারি। তাহলেই সংগঠনের সার্থকতা।'
গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, 'সংগঠনটি মূলত নির্মাতাদের পেশাদারিত্বের জায়গা থেকে কাজ করে। কর্মক্ষেত্রে তারা যেন ঠিকমতো কাজ করতে পারেন এবং তাদের কর্মক্ষেত্রটি যেনো মসৃণ হয় সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ডিজিটাল প্ল্যাটফর্ম আসার কারণে আমাদের কাজগুলো আমরা অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারছি। তার মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে। সেগুলো উৎরে আরও ভালো কাজ কিভাবে করা যায় সংগঠন সেটা নিয়েও কাজ করবে।'
তিনি আরও বলেন, এবারই প্রথম ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদাযাপন করছি। সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্যই আমাদের এই প্রয়াস।’
প্রসঙ্গত, ২০০২ সালের প্রতিষ্ঠিত হয় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। নির্মাতা আবু সায়ীদ,অনন্ত হিরা,গাজী রাকায়েত ,মোস্তফা সরয়ার ফারুকী,গিয়াস উদ্দিন সেলিম- এই পাঁচজন সংগঠন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এরপর নানা কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে চলে সংগঠনটি। বর্তমানে এর সদস্য সংখ্যা ৮০০। ২০২৩-২৫ মেয়াদে অনন্ত হীরা সভাপতি ও দ্বিতীয় মেয়াদে এস এম কামরুজ্জামান সাগর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এফবি/এএম