‘আপত্তিকর’ আরব চরিত্রের জন্য ক্ষমা চাইলেন কোরীয় নির্মাতারা

কিং দ্য ল্যান্ড সিরিয়াল থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৫:০৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ০৫:০৬
কোরিয়ান রোমান্টিক কমেডি-ড্রামা 'কিং দ্য ল্যান্ড'এ আরবের একটি চরিত্রকে আপত্তিকর ও ভুলভাবে উপস্থাপনের জন্য ক্ষমা চেয়েছেন সিরিয়ালটির নির্মাতারা।
শুক্রবার আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বুধবার একটি শোতে তারা ক্ষমা চান এবং সিরিয়ালটি থেকে সমস্যাযুক্ত দৃশ্যগুলো সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন।
অনলাইন সম্প্রচারমাধ্যম নেটফ্লিক্সে সিরিয়ালটির দু'টি পর্ব প্রাচারের পরই নির্মাতা এই বিপদের মুখে পড়েন। সেখানে দেখানো হয়েছিল- সমীর নামে একজন অহংকারী আরব রাজপুত্রকে। যিনি তার সম্পদের উচ্ছ্বাস করেন, মদ পান করেন এবং মহিলাদের সঙ্গে ফ্লার্ট করেন। যা কিনা আরব সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য নেই। আর এই চরিত্রে অভিনয় করেন ভারতীয় অভিনেতা অনুপম ত্রিপাঠী।
সিরিয়ালটি প্রচারের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে আরবের দর্শকদের ক্ষোভের মুখে পড়ে প্রযোজনা সংস্থা এনপিআইও এন্টারটেইনমেন্ট, বিওয়াই৪এম স্টুডিও এবং স্টুডিও লুলুলালা।
দ্য কোরিয়া টাইমসকে নির্মাতারা জানান, এ কাজের জন্য তারা ক্ষমাপ্রার্থী। তবে তারা কোনো নির্দিষ্ট দেশ বা সংস্কৃতিকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য এ কাজ করেননি।
তারা আরও জানান, সিরিয়ালটির যে সব অংশে সমস্যা রয়েছে পুনরায় দেখে তা ঠিক করা হবে।
নেটফ্লিক্সের চার্ট অনুসারে 'কিং দ্য ল্যান্ড' বর্তমানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্ল্যাটফর্মে দ্বিতীয় সর্বাধিক দেখা শো।