বালামের পুনর্জন্ম

রাসেল আজাদ বিদ্যুৎ
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৮:০০
নিভৃতচারী। কিছুটা অন্তর্মুখী। সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় নন বালাম। তাই কখন কী করছেন, সংগীত নিয়ে নতুন পরিকল্পনা, ক্যারিয়ার নিয়ে ভাবনা– এমন অনেক বিষয় অজানা থেকে যায়। তবে এটাও সত্যি, প্রতিটি সৃষ্টির পেছনে নিজেকে তিনি উজাড় করে দেওয়ার চেষ্টা করেন। তাঁর গায়কী আর সংগীতায়োজন থেকেই তারই প্রমাণ মেলে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরার চেষ্টা দেখা গেছে বহুবার। সে কারণেই রেনিগেডস ব্যান্ডের বালামের সঙ্গে ওয়ারফেইজের বালামকে কখনও মেলানো যায়নি। একইভাবে একক ক্যারিয়ার গড়ার পরও এই শিল্পী ও সংগীতায়োজককে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পেয়েছেন শ্রোতারা।
‘ভুবন’ এবং স্বনামে প্রকাশিত আরও তিনটি একক অ্যালবামের পাশাপাশি মিশ্র অ্যালবাম ‘প্রেম শিকারি’, ‘আঁধার’, ‘দ্য গুরুস অব লাভ’, ‘ছায়াশিকারি’, দ্বৈত অ্যালবাম ‘বালাম ফিচারিং জুলি’, একক গান ‘চুপচাপ চারিদিক’সহ তাঁর আরও বেশ কিছু আয়োজন সংগীতপ্রেমীদের মনে আজও অনুরণন তুলে যাচ্ছে। অবাক করা বিষয় হলো, যার একের পর এক সৃষ্টি শ্রোতাদের মাঝে সাড়া জাগিয়ে যাচ্ছিল, সেই বালাম হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিলেন গানের ভুবন থেকে। প্রায় তিন বছর সেভাবে দেখা মেলেনি নন্দিত এই শিল্পীর। কী হলো, কেন আড়ালে চলে গেলেন বালাম? এই প্রশ্ন যখন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছিল– তখনই জানা যায়, গুরুতর অসুস্থ স্ত্রীকে সময় দিতেই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এরপর অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়ে তিন বছরের বিরতি ভেঙে নতুনভাবে ফিরলেন বালাম।
‘ও প্রিয়তমা’ গানের মধ্য দিয়ে তুললেন আলোড়ন। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবির এই গানটি স্বল্প সময়ে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে। ১০ লাখ, ২০ লাখ– এভাবে বাড়তে বাড়তে তার গানের ভিউ এরই মধ্যে ৩ কোটি ছাড়িয়ে গেছে। কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া এবং আসিফ ইকবালের লেখা ও আকাশ সেনের সুরের এ গানটি বালামকে এনে দিয়েছে পুনর্জম্মের স্বাদ।
অথচ এমন সাফল্যের পরও বালাম শুধু এটুকুই বলেন, “শ্রোতা আমার গান শুনেছেন, ভালো লাগার কথা প্রকাশ করছেন, ভালোবাসা দিচ্ছেন– এটা পরম পাওয়া। আসলে হঠাৎ করেই ‘ও প্রিয়তমা’ গানটি গাওয়ার সুযোগ এসেছে। নিজেকে উজাড় করে গেয়েছি। এরপর যা হয়েছে, সেটিকে ম্যাজিক ছাড়া আর কিছু বলার নেই।”
অবশ্য এমন ম্যাজিক বালামের জন্য নতুন নয়। আগেও তাঁর অ্যালবাম ও একক গানের পাশাপাশি সিনেমার প্লেব্যাক ও বিজ্ঞাপন জিঙ্গেলও শ্রোতার মনে ছাপ ফেলেছে।