সাথীর ‘তুই বিহনে’
প্রকাশ: ১১ আগস্ট ২০১৯
বিনোদন প্রতিবেদক
ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হলে সাথী খানের গানের নতুন মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘তুই বিহনে’। প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেলে আজ প্রকাশিত হয়েছে গানটি।
গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন খান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
ফোক ধারার গান এটি। গানটি নিয়ে কণ্ঠশিল্পী সাথী খান বলেন, ঈদের আয়োজনে গানটি প্রকাশ হয়েছে। গানটির কথা, সূর ও সঙ্গীতায়োজন চমৎকার হয়েছে। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে’