- বিনোদন
- গানের ভিডিওতে ইরেশ যাকের
গানের ভিডিওতে ইরেশ যাকের

ইরেশ যাকের
নাটকের পাশাপাশি এবার গানের ভিডিওতে দেখা যাবে অভিনেতা ইরেশ যাকেরকে। সম্প্রতি ক্লোজআপ ওয়ান তারকা রাজিবের গাওয়া 'ওগো মা' গানের ভিডিওতে অভিনয় করেছেন তিনি। এতে ইরেশের মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। তার পাশাপাশি মৌটুসী বিশ্বাসসহ অনেকে অভিনয় করেছেন এতে।
মাকে নিয়ে রাজিবের গাওয়া এই বিরহের গানের কথা লিখেছেন টিপু আলম মিলন। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রূপতনু। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন লিটু সোলায়মান ও বেনু শর্মা। সম্প্রতি 'ওগো মা' গানের ভিডিও বৈশাখী টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ইরেশ যাকের জানান, ভিডিও নির্মাণ ছাড়াও 'ওগো মা' গানের গল্প নিয়ে একটি নাটক নির্মাণ করা হয়েছে। সীমান্ত সজলের পরিচালনায় নির্মিত এ নাটকের নামও রাখা হয়েছে 'ওগো মা'।
তিনি আরও জানান, নাটক ও গানের ভিডিওতে একসঙ্গে কাজের অভিজ্ঞতা অন্য রকম। এতে মা ও সন্তানের এক বেদনাদায়ক গল্প তুলে ধরা হয়েছে, যা দর্শকের মনে আঁচড় কাটবে বলে তার ধারণা।
নির্মাতা সীমান্ত সজল জানান, আগামী বছর বিশ্ব মা দিবসে নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে। টিপু আলম মিলনের লেখা এ নাটকের গল্প; দিলারা জামান, ইরেশ যাকেরসহ অন্য শিল্পীদের অভিনয়, নির্মাণ- সবকিছু মিলিয়ে নাটক ও গান অনেকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন