বলিউডের 'খিলাড়ি' খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'গুড নিউজ' বক্স অফিস এখনো দাপিয়ে বেড়াচ্ছে। এরই মধ্যে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে রাজ মেহতার এ ছবিটি। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে দেখা যাবে অক্ষয়কে। এতে অক্ষয়ের সঙ্গে পর্দা ভাগ করবেন সারা আলী খান ও ধানুশ। শোনা যাচ্ছে এই ছবিতে ১২০ কোটি রুপি পারিশ্রমিক পেতে পারেন। তবে আনন্দের পরবর্তী ছবির নাম কী, এ বিষয়ে সুনিদির্ষ্ট কোনো তথ্য জানা যায়নি। 

বলিউডে একেকটি ছবির জন্য অক্ষয় মোটা অংকের অর্থ দাবি করেন; এটা কারও অজানা নয়। এজন্য ১০০ কোটির উপর যদি পারিশ্রমিক তিনি দাবি করেন এটাই স্বাভাবিক। 

রাজ মেহতা পরিচালিত ও অক্ষয়-কারিনা জুটির সিনেমা 'গুড নিউজ' এখনো প্রেক্ষাগৃহে চলছে। মুক্তির ২৪তম দিনে সিনেমাটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।