- বিনোদন
- কঙ্গনাকে ফুল পাঠালেন আলিয়া
কঙ্গনাকে ফুল পাঠালেন আলিয়া

সম্প্রতি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'পদ্মশ্রী' সন্মানে ভূষিত হয়েছেন বলিউড তারকা কঙ্গনা রনৌতে। কঙ্গনাকে অনেকেই ফুলেল শুভেচ্ছায় ভাসান। এ থেকে বাদ যাননি বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাটও।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, শুভেচ্ছা জানাতে কঙ্গনার বাড়িতে ফুলের তোড়া পাঠিয়েছিলেন আলিয়া। বাহারি রঙের গোলাপ, আর তাতে লেখা ছিল একটা ছোট্ট বার্তাও 'পদ্মশ্রীর জন্য শুভেচ্ছা, ইতি আলিয়া ভাট।'
এদিকে কঙ্গনাকে আলিয়ার ফুলেল শুভেচ্ছা জানানোয় তা ভালো লাগেনি কঙ্গনার দিদি রঙ্গোলীর। সেই ফুলের তোড়ার ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রঙ্গেলী লেখেন, 'এই যে সবাই দেখুন, কঙ্গনাকে ফুল পাঠিয়েছেআলিয়া। কঙ্গনার কী অনুভূতি হচ্ছে আমার জানা নেই। কিন্তু আবার খুব মজা লাগছে।' সঙ্গে হাসির ইমোজি।
এটা যে আলিয়াকে কটাক্ষ করা হয়েছে, তা মোটেও বুঝতে অসুবিধে হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের। আলিয়া আর কঙ্গনার নিজেদের মধ্যে সম্পর্ক খুব একটা যে মধুর নয়, তা মোটামুটি ইন্ডাস্ট্রির সকলেরই জানা। এর আগে বহুবার প্রকাশ্যে আলিয়াকে কটু মন্তব্য করেছেন কঙ্গনা।
কঙ্গনা পুরস্কার পাওয়ার পর ভদ্রতার খাতিরে ফুলও পাঠিয়েছেন 'রাজি' খ্যাত এ অভিনেত্রী। তা সত্ত্বেও যেভাবে আলিয়াকে নিয়ে ব্যঙ্গ করেছেন রঙ্গোলী, তা আলিয়ার ভক্তরা একেবারেই ভালভাবে নেননি। রঙ্গোলীর ওই পোস্টে এসেছে হাজারও নেগেটিভ মন্তব্য। একজন লিখেছেন, 'কেউ বন্ধুত্বের হাত বাড়ালে তাঁকে সম্মান করা উচিত। এ রকম ব্যবহার আলিয়ার প্রাপ্য নয়।'
গত শনিবার ২০২০ সালের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। ৭ জনকে পদ্মবিভূষণ, ১৬ জনকে পদ্মভূষণ ও ১১৮ জনকে পদ্মশ্রী সম্মাননার জন্য নাম প্রকাশ করা হয়।
এর ভেতর 'শিল্প' বিভাগ থেকে ২৯ জনকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে। কঙ্গনার সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর, প্রযোজক একতা কাপুর, ছোট পর্দার অভিনয়শিল্পী সারিতা জোশি, গায়ক আদনান সামি, সুরেশ ওয়াদকারসহ আরও অনেকে।
মন্তব্য করুন