সিক্রেট এজেন্ট নামে নতুন একটি ছবিতেগত ৬ ডিসেম্বর  চুক্তিবদ্ধ হন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ওইদিন ছিলো বাপ্পির জন্মদিন। বিশেষ ওই দিনেই  পরিচালক সাফিউদ্দিন সাফি নায়ককে উপহার দেন ‘সিক্রেট এজেন্ট’। এ ছবিতে বাপ্পির বিপরীতে নায়িকা হিসেবে আছেন নবাগত উষ্ণ হক। এ খবর জানানো হয়েছে আগেই। ঘোষণার মাস খানেক পর গতকাল সিক্রেট এজেন্টের ক্যামেরা ওপেন হলো। গতকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে ছবিটির শুটিং। পরিচালক জানালেন টানা কাজ করে প্রথম লটের শুটিং শেষ করা হবে। 

সাফিউদ্দিন সাফি পরিচালিত ২৫তম চলচ্চিত্র এটি । ছবিটি  সাফিউদ্দিন সাফি বললেন, ’আমার ক্যারিয়ারে ২৫টি চলচ্চিত্র পরিচালনার সৌভাগ্য আমার হচ্ছে। আমি এর জন্য ‘সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা সহ আমার বাকি ২৪টি চলচ্চিত্রের প্রযোজক,শিল্পী ও দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি ‘সিক্রেট এজেন্ট’ চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করতে সক্ষম হবে। ছবিটির শুটিং শুরু হয়েছে। আশা করছি দ্রুতই শেষ করতে পারবো’

ছবিটিতে বাপ্পিকে নতুন একটি লুকে হাজির করা হবে বলেও জানালেন পরিচালক। সেই সঙ্গে থ্রিলার গল্পের এ ছবিটিতে দর্শকরা ভিন্ন কিছু পাবেন বলেও আশ্বাস দেন পরিচালক।

শুটিং শুরু পর ছবির নায়ক বাপ্পি চৌধুরী সমকাল অনলাইনকে বলেন, ‘সিক্রেট এজেন্ট ছবির শুটিংয়ের মাধ্যমে এ বছর শুটিং হলো। সাফি ভাইয়ের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই।  ছবিটির গল্পটিও দারুন। থ্রিলার স্বাদ পাবেন দর্শকরা।’

উষ্ণ হক বলেন,  ‘খুব ভালো লাগছে। সাফি ভাইয়ের মতো একজন গুণী পরিচালকের সঙ্গে কাজ করতে । এটা আমার জন্য বড় একটি অর্জন। বাপ্পী দেশের একজন জনপ্রিয় চিত্রনায়ক। আশা করছি আমাদের জুটি দর্শকরা গ্রহণ করবেন।’

এদিকে বাপ্পি চৌধুরী সম্প্রতি ‘যুদ্ধ’নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ইফতেখার চৌধুরী পরিচালনা করবেন ছবিটি। রুমান রুনীর আরও একটি ছবির শুটিং শুরু হবে শিগিগই। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরুর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় আছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও বেলাল সানির ‘ডেঞ্জার জোন’।