বলিউডের এ সময়ের দুই প্রতিভাবান তারকা কার্তিক আরিয়ান ও সারা আলী খান। কোনো না কোনো বিষয় নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এ জুটি। এবার সারার সামনে প্রেম নিবেদন করে আলোচনায় এলেন কার্তিক।

জি-নিউজের প্রতিবেদন বলছে, খুব শিগমিরই মুক্তি পাবে ইমতিয়াজ আলীর লাভ আজকাল টু। এতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান। সম্প্রতি ছবির প্রমোশনে এ জুটি হাজির হন ইন্ডিয়ান আইডল-১১-এর মঞ্চে। আর এখানেই ঘটে এই অনাকাঙ্খিত ঘটনাটি।

ইন্ডিয়ান আইডল-১১ এর প্রতিযোগী অঙ্কনা মুখোপাধ্যায়কে প্রেম নিবেদন করতে দেখা যায়  কার্তিক আরিয়ানকে। এ দেখে অনুষ্ঠানে উপস্থিত সারা আলী খান হতভম্ব হয়ে যান। শুধু তাই নয়; অঙ্কনার হাত ধরে নাচতে দেখা যায় কার্তিককে। আর এ ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ ছাড়াও নেহা কাক্কর, আদিত্য নারায়ণের সঙ্গেও নাচতে দেখা যায় কার্তিককে। জানা যায়, ইন্ডিয়ান আইডল-১১ এর আগামী পর্বে দেখা যাবে সারা-কার্তিককে।