নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলুর সব কাজে দেরি হয়। পড়ালেখা, ক্যারিয়ার এমন কি প্রেম সবকিছুতেই দেরি হওয়ার কারণে সে হতাশ। গোদের ওপর বিষফোড়ার মতো সে ফেসে যায় এক খুনের কেসে।

সে সময় সায়লা সাবি তাকে বলে, তাকে খুনের দায় স্বীকার করতে হবে। সেও রাজি হয়ে যায়। এই নিয়ে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। একই সাথে লাভলুর বাবা চান, তার ছেলে হবে এলাকার কাউন্সিলর। কিন্তু কাউন্সলর হতে হলে যে শিক্ষাগত যোগ্যতা লাগে, তাও তার নেই। তাই নতুন করে এ বয়সে পড়ালেখা শুরু করে সে। 

এমন গল্প নিয়েই নির্মিত হলো নাটক ‘লেটম্যান’। সম্প্রতি উত্তরায় শুটিং নাটকটির। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।

মৃত্তিকা প্রডাকশন হাউজের ব্যানারে রোমান্টিক কমেডি’র আবহে নির্মিত নাটকটি শিগগিরই আর টিভিতে প্রচার হবে বলে জানালেন নির্মাতা। 

এতে অভিনয় প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু বলেন, ‘নতুন বছরে নতুন নাটকের শুটিং করলাম। গল্পটা কিছুটা কমিডি ঘরানার হরেও এতে মেসেজ রয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন সায়লা সাবি, আকাশ রনজন, সদীপ দে সহ আরও অনেকে।