বলিউড তারকারা ছুটি পেলেই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েন। এবার ছুটির দিনে রান্না শিখে আলোচনায় এলেন আলিয়া ভাট। 

দীর্ঘদিন পর ছুটি পেয়ে এখন বাড়িতে আছেন 'রাজি'খ্যাত অভিনেত্রী আলিয়া৷ হাতের সব কাজ প্রায় শেষ৷ বছর শেষে রণবীরকে নিয়ে বিদেশে ঘুরেও এসেছেন তিনি৷ এবার রান্নাঘরে ঢুকে পড়লেন আলিয়া! কিন্তু কেন?

জি-নিউজ বলছে, আলিয়া তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, হাতে অঢেল সময়৷ কত আর টিভি দেখা যায়? তাই রান্না শিখতে চাই !

আর প্রথমবারের মতো আলিয়া তৈরি করে ফেললেন বিটরুট স্যালাড ও চিয়া পুডিং স্যালাড৷ এমনকী, এই রান্নার রেসিপি ও পুষ্টিগুণ সম্পর্কেও দর্শকদের জানানোর পাশাপাশি বাড়ির রাঁধুনেদের রান্না করা খাবারও খাওয়ান আলিয়া!