- বিনোদন
- দেবের বিয়ের কার্ড ভুয়া!
দেবের বিয়ের কার্ড ভুয়া!

কলকাতার জনপ্রিয় তারকা তথা সাংসদ দেব। সম্প্রতি এ তারকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের কার্ড পোস্ট করেন। এ পোস্ট দেখে অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে দেব তাহলে বিয়েটা এবছরই সেরে ফেলছেন!
এবার জানা গেলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের বিয়ের ওই কার্ডটি ভুয়া ছিল! দেব নিজেই অপর এক টুইট বার্তায় জানান, এই বিয়ের কার্ডটি আসলে তার নয়।
সূত্র জানায়, এটি দেব ও রুক্মিণীর নতুন ছবি ‘টনিক’-এর প্রোমোশন। দেব তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন এই খবর। লিখেছেন, 'ক্ষমা চাইছি ভুল খবর দিয়ে। আসলে ওটা টনিকের কাকার বিয়ে।'
বিয়ের দিনও প্রকাশ করেছেন অভিনেতা। দিনটি ৮ মে। বিয়ের পাত্র ও পাত্রী দেব-রুক্মিণী নন, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া।
ছবিটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট। বিয়ের কার্ডটি এই ছবিরই একটি প্রোমোশনাল স্টান্ট। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব। পরিচালক অভিজিৎ সেন।
মন্তব্য করুন