- বিনোদন
- লন্ডনের রাস্তায় হেনস্তার শিকার সোনম
লন্ডনের রাস্তায় হেনস্তার শিকার সোনম

সোনম কাপুর- ফাইল ছবি
উবার কিংবা ট্যাক্সিতে উঠে নারীদের প্রায়ই হেনস্তার খবর পাওয়া যায়। এবার লন্ডনের রাস্তায় বলিউড অভিনেত্রী সোনম কাপুরের ক্ষেত্রে ঘটেছে এ ঘটনা।
বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় সোনম সেই ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করে লেখেন, এটা তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা।
অপর এক টুইট বার্তায় সোনম লিখেছেন, 'উবার চালক ভারসাম্যহীন ছিলেন,উনি অদ্ভুতভাবে চিৎকার, চেঁচামেচি করায় আমি ভয়ে কাঁপছিলাম।'
আরও একটি টুইটে সোনম লিখেছেন, 'আমি অ্যাপের মাধ্যমেই অভিযোগ জানানোর চেষ্টা করছিলাম।তবে বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। আমার মনে হয় এই সিস্টেমটাতে অনেক আপডেট করা প্রয়োজন। না হলে এইরকম ঘটলে কিছুই করার থাকে না।'
এরপর আরেক টুইট বার্তায় সোনম ভক্তদের উবার ব্যবহার না করে পাবলিক যানবাহন ব্যবহার করতে বলেছেন। এদিকে সোনমের এই টুইট দেখে উদ্বিগ্ন তার ভক্তরাও। অনেকেই সোনমের কাছে ঠিক কী ঘটেছে জানতে চেয়েছেন।
গত বছর থেকেই বিভিন্ন কাজের জন্য মাসে বেশ কিছু বার লন্ডন যেতে হয়েছে অভিনেত্রীকে। তবে এ ধরনের ঘটনার সম্মুখীন হলেন এই প্রথমবার। সূত্র এনডিটিভি
মন্তব্য করুন