- বিনোদন
- ‘তিতুমীর’ ছবিতে নায়ক নিরব, নায়িকা কে?
‘তিতুমীর’ ছবিতে নায়ক নিরব, নায়িকা কে?

চিত্রনায়ক নিরব
ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী হয়ে ওঠা ‘তিতুমীর’-এর জীবন কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। নির্মাতা ডায়েল রহমান নির্মাণ করছেন ছবিটি। এর আগে যিনি ঐতিহাসিক ফরায়েজী আন্দোলনের নেতা দুদু মিয়াকে নিয়ে ছবি নির্মাণ করেছেন। ছবিটিতে দুদু মিয়ার চরিত্রে অভিনয় করেন আমিন খান।
তিতুমীর ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। গত ২ ফেব্রুয়ারি ছবিটির জন্য চূড়ান্তভাবে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়ক। ‘তিতুমীর’ ছবিতে দুজন নায়িকা থাকবেন। একজন বাংলাদেশের অন্যজন কলকাতার। ইতোমধ্যে কলকাতার একজনের সঙ্গে কথা হয়েছে বলে জানালেন পরিচালক ডায়েল রহমান। তবে কোন বিষয়ে এখনও চূড়ান্ত নয়।
মার্চ ও জুন এই দুইমাসে ‘তিতুমীর’ সিনেমার শুটিং হবে।
‘তিতুমীর’ নিহত হন ১৮৩১ সালে। তৎকালীন প্রজাদের তিনি ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।
এ ধরনের ঐতিহাসিক ব্যক্তির চরিত্রে প্রথম অভিনয় করতে যাচ্ছেন নিরব। এ নায়ক মনে করেন এই সিনেমাটি তার ক্যারিয়ারে একটি অর্জন হবে বলে জানান তিনি। নিরব বলেন, তিতুমীর হবে ঐতিহাসিক সিনেমা। ছোটবেলা ইতিহাসের পাঠ্য বইতে তাকে এবং তার বাঁশের কেল্লা পড়েছি। সেই মানুষটিকে ধারণ করে এবার সিনেমাতে আমি অভিনয় করবো। ঠিকভাবে কাজ করতে পারলে চরিত্রটি আমাকে বাঁচিয়ে রাখবে।
মন্তব্য করুন