- বিনোদন
- ভালোবাসা দিবসেই মুক্তি পাচ্ছে দেশ প্রেমের ছবি ‘বীর’
ভালোবাসা দিবসেই মুক্তি পাচ্ছে দেশ প্রেমের ছবি ‘বীর’

‘বীর’ দেশাত্ববোধক ছবি- এর আগে বলেছিলেন শাকিব খান। তাই ছবিটি মার্চে মুক্তি দেয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছিলো। কিন্তু মুক্তির তারিখ এগিয়ে আনা হলো অবশেষে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলী জুটির এ ছবি।
মঙ্গলবার ছবিটি সেন্সর পেয়েছে পেয়েছে বলে সমকাল অনলাইনকে নিশ্চিত করেছেন শাকিব খান। কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘বীর’। সেন্সর পাওয়ার পরই ছবিটি ভালোবাসা দিবসে মুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
‘বীর’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন শাকিব খান। ছবিটি তার তৃতীয় প্রযোজনা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেন শাকিব।
‘বীর ’নিয়ে শাকিব খান বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষ্যে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘বীর’। এখন ক্রমেই ছবিটির ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে।’
বীরের গান ও ট্রেলার সবই এসকে ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানান শাকিব খান।
বীর ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ। ছবিটির মাধ্যমে অর্ধশত ছবির কোটা পুরণ করলেন এ পরিচালক। ‘বীর’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।
মন্তব্য করুন