ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর অফিসিয়াল ফেসবুক পেইজ ভেরিফাইড হয়েছে। এখন থেকে বাপ্পি চৌধুরীর নামে চালু হওয়া একাধিক ফেজবুক পেজ থেকে আসল বাপ্পি চৌধুরীর পেইজ সহজেই চিনে নিতে পারবেন তার ভক্তরা। 

মঙ্গলবার সকাল থেকে বাপ্পীর ফেসবুক পেইজের নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। পেইজটিতে বর্তমানে লাইকের সংখ্যা দুই লাখের কাছাকাছি।

বিষয়টি নিয়ে বাপ্পী চৌধুরী সমকাল অনলাইনকে বলেন, ‘পেইজটি ভেরিফাইড হওয়ার কারণে ভক্তরা এখন আর আমার নামে খোলা অন্য পেইজগুলো দেখে বিভ্রান্ত হবেন না।’

জানা গেছে বাপ্পি চৌধুরীর নামে নামে বর্তমানে অনেক ভুয়া আইডি রয়েছে। ফলে ব্যক্তিগত জীবনে বিব্রতকর পরিস্থিতে পড়ে যান মাঝে মাঝেই। 

বাপ্পি চৌধুরী  বর্তমানে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’ ছবির শুটিং করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ডেঞ্জার জোন’সহ বেশ কয়েকটি ছবি।