- বিনোদন
- করোনাভাইরাস দমনে চীন গেলেন রাখি!
করোনাভাইরাস দমনে চীন গেলেন রাখি!

রাখি সাওয়ান্ত- ইনস্টাগ্রাম
চীনে এখন করোনাভাইরাস কার্যত মহামারি রূপ নিয়েছে। আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। ভারতের কেরালায় চীনফেরত কয়েকজনের এই ভাইরাসে সংক্রমণের খবর সামনে এসেছে।প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে যখন সবার মনে উদ্বেগ তখন এ নিয়ে মজা করে আলোচনায় এসেছেন বলিউডের 'বিতর্কের রানী' রাখি সাওয়ান্ত।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন রাখি। ওই ভিডিওতে রাখি জানান, তিনি চীনে যাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, বিমানের আসনে তিনি। পাশে বসা এক ব্যক্তির সঙ্গে কথাবার্তাও বলতে দেখা যায় তাকে।
বিমানে ভিডিও করতে দেখে বিমানসেবিকা তাকে বাধা দেন। এতে ভিডিও করা বন্ধ করেন তিনি। কিন্তু বিমানবন্দরে নামার পর ফের ভিডিও করা শুরু করেন। সেখানে সব যাত্রীর মুখে ছিল মাস্ক। ভিডিওতে রাখিকে বলতে শোনা যায়, তিনি করোাভাইরাস দমন করতে যাচ্ছেন।
মন্তব্য করুন