- বিনোদন
- কিশোর কুমারের বায়োপিকে রণবীর!
কিশোর কুমারের বায়োপিকে রণবীর!

রণবীর কাপুর- ফাইল ছবি
ভারতের জনপ্রিয় সংগীত তারকা কিশোর কুমার। তিনি একাধারে ছিলেন গায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার। বিভিন্ন ভাষার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও তিনি গান গেয়েছেন।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মারা যান এ সংগীতশিল্পী। এবার তার জীবনী বড় পর্দায় তুলে আনছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সেখানেই তিনি জানিয়েছেন, বায়োপিকে কিশোর কুমারের ভূমিকায় প্রথম পছন্দের তালিকার শীর্ষেই রয়েছেন রণবীর কাপুর। আর সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, বরফি, জগ্গা জাসুসের পর ফের একসঙ্গে মিলিত হচ্ছেন রণবীর ও অনুরাগ। তবে রণবীরের হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। সেইসব থেকে এই বায়োপিকের জন্য সময় দিতে পারলেই দুজনে ফের এক সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
অনুরাগের যে প্রথম পছন্দ রণবীরই, তা আর বলার অপেক্ষা রাখে না।
রণবীর এখন অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে।
মন্তব্য করুন