- বিনোদন
- আজ টিএসসিতে থাকছেন অঞ্জন দত্ত
আজ টিএসসিতে থাকছেন অঞ্জন দত্ত

অঞ্জন দত্ত
গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে টিএসসি মিলনায়তনে শুরু হয়েছে ১৯তম ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব-১৪২৬’। পাঁচ দিনের এ উৎসবে দেখানো হচ্ছে দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদি ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এই চলচ্চিত্র উৎসবে আজ উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও গায়ক অঞ্জন দত্ত। আজ তার পরিচালিত ছবি ‘ফাইনালি ভালোবাসা’ আজ দেখানো হবে এখানে। আয়োজকরা জানিয়েছেন বিকেল ৩টায় অঞ্জন দত্তের ছবির প্রদর্শনী শুরু হবে। অঞ্জন দত্ত ছবিটি প্রদর্শনে আগে আগে ও পরে উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত দর্শকদের সঙ্গে কথাও বলবেন তিনি।
২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় অঞ্জন দত্তের ‘ফাইনালি ভালোবাসা’ ছবিটি। পরিচালনার পাশাপাশি ভিন্ন তিনটি ভালোবাসার গল্পে ছবির চিত্রনাট্য করেছেন অঞ্জন নিজেই। এ ছাড়া অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। ছবিটিতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রাইমা সেন, অর্জুন চক্রবর্তী, সৌরসেনী মৈত্রা প্রমুখ।
ছবিটির গল্পে দেখা যাবে অবসরপ্রাপ্ত এক বয়স্ক পুরুষের সঙ্গে দেখা হয় পার্ক স্ট্রিটের যুবতী আহিরির। তার প্রেমিক চাকরি করেন দার্জিলিংয়ে। আর এই তরুণীকে নিয়ে পাহাড়ে চলে যান বয়স্ক মানুষটি।
‘ফাইনালি ভালোবাসা’য় অঞ্জন দত্ত ভালোবাসাকে বিভিন্ন ভাবে দেখানোর প্রয়াস রেখেছেন। এরর আগে অষ্টাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়।
মন্তব্য করুন