- বিনোদন
- অরিজিতের ৪ ফ্ল্যাটের এত দাম?
অরিজিতের ৪ ফ্ল্যাটের এত দাম?

ফাইল ছবি
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক অরিজিৎ সিং। বলিউডে অসংখ্য হিট গানের জনক তিনি। সম্প্রতি ফোর্বস সেলিব্রিটির তালিকাতে ২৬ নম্বরে তার নাম উঠে আসে। এবার নতুন ৪ টি ফ্ল্যাট কিনে আলোচনায় এলেন এ জনপ্রিয় শিল্পি।
হিন্দুস্তান টাইমস জানায়, সম্প্রতি মুম্বাইয়ে ৪টি ফ্ল্যাট কিনেছেন অরিজিত। শুধু তাই নয় একই কমপ্লেক্সের একই ব্লিডিংয়ে ৪ টি ফ্ল্যাট কেনেন 'তুম হি হো' খ্যাত এ শিল্পি। যার দাম ৯ কোটি রুপি !
জানা গেছে, ৩২ স্কোয়ার মিটারের একটি ফ্ল্যাট অরিজিৎ কিনেছেন ১ কোটি ৮০ লাখ, আরেকটি ৭০ স্কোয়ার মিটারের ফ্ল্যাট কিনেছেন ২ কোটি ২০ লাখে ৷ আরেকটি ৮০ স্কোয়ার মিটারের ফ্ল্যাট কিনেছেন ২ কোটি ৬০ লক্ষ টাকায় ৷ অন্য আরেকটি ৭০ স্কোয়ার মিটারের ফ্ল্যাট কিনেছেন ২ কোটি ৫০ লাখ টাকায়।
ফোর্বস সূত্র জানায়, অরিজিৎ সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ৭১ কোটি ৯৫ লাখ টাকা৷ বলিউডে পা রাখার পর থেকে এখনও অবধি ১৮ টি হিন্দি ছবিতে গান গেয়েছেন অরিজিৎ ৷ দেশে-বিদেশেও নিয়মিত কনসার্টও করেন তিনি ৷
মন্তব্য করুন