আজ প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর ও বরেণ্য অভিনেতা সোহেল রানার জন্মদিন। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের।
গণসংগীতশিল্পী ফকির আলমগীর ১৯৫০ সালের এ দিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে তিনি সংগীত ভুবনে প্রবেশ করেন। '৬৯-এর গণঅভ্যুত্থানেও বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে তিনি একজন শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। এ শিল্পীর জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমির একুশে বইমেলায় আজ সন্ধ্যায় কেক কাটা হবে। পাশাপাশি মূলমঞ্চে রয়েছে তার একক সংগীতানুষ্ঠান। এ ছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ফকির আলমগীরের ৭০তম জন্মদিন উপলক্ষে 'আনন্দ আয়োজন' শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
অন্যদিকে উত্তরার নিজ বাসভবনে কেক কেটে সোহেল রানার জন্মদিন উদযাপন করবেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। তিনি ১৯৪৭ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর সোহেল রানা নাম ধারণ করেন। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে তিনি চলচ্চিত্র প্রযোজনা করেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র 'ওরা ১১ জন' ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৭৩ সালে সোহেল রানা নামে কাজী আনোয়ার হোসেনের কাল্পনিক চরিত্র 'মাসুদ রানা' গল্প অবলম্বনে 'মাসুদ রানা' ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।