উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারের ৭৭তম জন্মদিন আজ। জন্মদিনে বড় পরিসরে বিশেষ কোনো আয়োজন না থাকলেও তার সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার বাবাকে জন্মদিনে একটি গান উপহার দিচ্ছেন।

গানটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা সিনেমার প্রথম গান ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি নতুন করে গেয়েছেন দিঠি আনোয়ার। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন এ প্রজন্মের সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খান। 

গানটির সংগীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান। দিঠি বলেন, 'বাবার জন্মদিন আমার কাছে বিশেষ। তাই তার সিনেমায় লেখা প্রথম গানটি নতুন করে গেয়েছি। আশা করছি শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগবে।'

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে ইউসুফ আহমেদের ইউটিউব টিম 'ওয়াই বিটস'।