- বিনোদন
- সিনেমার কোনো দৃশ্য নয় এটি
সিনেমার কোনো দৃশ্য নয় এটি

কালো রঙের আঁটসাঁট পোশাক পরে ভিন্ন লুকে ধরা দিলেন মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। অ্যাকশন গার্লরূপে নিজের কয়েকটি ছবি ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনেত্রী নিজেই পোস্ট করেছেন। কিন্তু রোমান্টিক কন্যা মিম হঠাৎ এমন অবতারে কেন? ভক্তদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
বিষয়টি খোলাসা করলেন মিম। তিনি বলেন, 'এটি চলচ্চিত্রের কোনো দৃশ্য নয়। লাক্সের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। গত শনিবার বিএফডিসিতে কাজ শুরু হয়েছে। এতে আমাকে সিনেমার নায়িকারূপেই দর্শকরা দেখতে পাবেন। প্রথমবার বিজ্ঞাপনে অ্যাকশন লুকে ক্যামেরায় ধরা দিয়েছি।'
বিজ্ঞাপনটি নির্দেশনা দিচ্ছেন সাবরিনা আইরিন। কস্টিউম ডিজাইন করেছেন নিশি। এফডিসিতে আজ এর শুটিং শেষ হবে বলে জানা গেছে।
মিম আরও বলেন, 'একেবারে নতুন আইডিয়ার বিজ্ঞাপনটিতে ভিন্ন লুকে হাজির হয়েছি। বিনোদনের পাশাপাশি এতে অনেক মেসেজ রয়েছে। বিজ্ঞাপনটি নিয়ে আমি বেশ আশাবাদী। '
নতুন এ বিজ্ঞাপনটি ছাড়াও মিম রায়হান রাফি পরিচালিত 'পরাণ' সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এর চিত্রনাট্য রচনা করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। শিগগির সিনেমাটি মুক্তি পাবে বলে মিম জানিয়েছেন।
মন্তব্য করুন