জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৬ মার্চ মুক্তি পাচ্ছে চলচ্চিত্র 'চল যাই'। বঙ্গবন্ধুর একটি উক্তিকে উপজীব্য করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, তাসনুভা তিশা, লুসি তৃপ্তি গোমেজ, হুমায়রা হিমু, সাব্বির হাসান, হূতিকা ইসলাম, নাভিদ মুনতাসির, শিশুশিল্পী শরীফুলসহ অনেকে।

এ প্রসঙ্গে অভিনেতা মিলন বলেন, কয়েকজন তরুণ-তরুণীর দিশা খুঁজে পাওয়ার গল্প 'চল যাই'। গল্পটি অসাধারণ। মন ছুঁয়ে যাওয়ার মতো। যে গল্পে নিবিড়ভাবে এসেছে মুক্তিযুদ্ধ। সে যুদ্ধের বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মাসুমা রহমান তানি।

গত ২২ ফেব্রুয়ারি 'চল যাই' চলচ্চিত্রের ট্রেলার উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। একই চ্যানেলে পাওয়া যাচ্ছে ছবির গানচিত্রগুলো।

বিষয় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ চল যাই'

মন্তব্য করুন