- বিনোদন
- নিজেকে রোমান্টিক অভিনেতা ভাবি না: মনোজ
নিজেকে রোমান্টিক অভিনেতা ভাবি না: মনোজ

মনোজ প্রামাণিক
মনোজ প্রামাণিক। মডেল ও অভিনেতা। বর্তমানে ব্যস্ত আছেন দুটি সিনেমা ও নাটকের কাজে। সম্প্রতি একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। কথা হলো তার সঙ্গে-
সম্প্রতি একটি ওয়েব সিরিজে কাজ করলেন। গল্প কী নিয়ে?
খাগড়াছড়ি-সাজেকের অরণ্যেঘেরা পাহাড়ে কিছুদিন আগেই একটি ওয়েব সিরিজের কাজ করলাম। নাম চূড়ান্ত না হওয়া ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। এর গল্প সাইকো কিলিংয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে। আমাকে এখানে সাইকো কিলারের ভূমিকায় দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, নাজিফা তুষি, ইয়াশ রোহানসহ অনেকে। খাগড়াছড়িতে প্রায় পাঁচ দিন এ ওয়েব সিরিজের শুটিং হয়েছিল। কাজ করে বেশ ভালো লেগেছে।
আপনার অভিনীত দুটি সিনেমার কাজ কতদূর এগোল?
সম্প্রতি 'অপারেশন সুন্দরবন' সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলাম। এর দ্বিতীয় লটের কাজ হয়েছে। আগামী মাসের শুরুর দিকে পরবর্তী ধাপের শুটিং শুরু হবে। এ সিনেমায় সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকাহিনি ফুটে উঠেছে। পরিচালনা করছেন দীপঙ্কর দীপন। অন্যদিকে, অ্যাকশন থ্রিলার ঘরানার 'মিশন এক্সট্রিম' সিনেমায় অভিনয় করছি। এর শুটিং শেষ হয়েছে।
'অপারেশন সুন্দরবনে' আপনার অভিনীত চরিত্রটি কেমন?
এখানে জেলের ভূমিকায় অভিনয় করছি। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং। সুন্দরবনের লোনা জলের মধ্যে অনেক কষ্ট করতে হয়েছে। শুধু আমি নই, শুটিং ইউনিটের প্রত্যেকের গহিন অরণ্যে শুটিং করার অভিজ্ঞতা ছিল ভয়ংকর। সুন্দরবনে সাত দিন জাহাজের ভেতর আটকে ছিলাম। এমন আরও অনেক কষ্টসাধ্য অভিজ্ঞতা ইউনিটের প্রত্যেকের হয়েছে। তবে শুটিং শেষে ঢাকায় ফিরে আসার পর সুন্দরবনকে ভীষণ মিস করছি। আমার বিশ্বাস, প্রযোজনার সঙ্গে যুক্ত প্রত্যেকের এমনটাই হয়েছে।
ক্যারিয়ারের বেশ কিছু সময় রোমান্টিক ঘরানার চরিত্রে আপনাকে দেখা গেছে। নিজেকে নতুনভাবে আবিস্কারের জন্য কি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন?
সে রকম কিছু না। সত্যি বলতে, নিজেকে রোমান্টিক অভিনেতা ভাবি না। আমার কাছে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। যখন যা করি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।
মন্তব্য করুন