ইন্ডাস্ট্রিতে এখন কাজের চেয়ে অকাজ বেশি বলে মন্তব্য করেছেন এক সময়ের আলোচিত নায়িকা পলি। তিনি বলেন, 'আমাদের সময়ে ইন্ডাস্ট্রিতে অকাজ নয় কাজ হতো বেশি।  এখন এখানে এসে দেখি এখানে কাজের চেয়ে অকাজ বেশি হচ্ছে। সিনেমায় যখন নিয়মিত ছিলাম তখন ১ মাসে ৩৬ সিনেমায় সাইন করেছি।  বছরে ১১০-১১২ টা করে সিনেমা মুক্তি পেত। আমি নিজেই ১১৩ টি ছবিতে অভিনয় করেছি। এখন তার কিছুই এখানে নেই।'

বেশ আক্ষেপের সুরেই কথাগুলো বলছিলেন  চিত্রনায়িকা পলি। শনিবার  (২৯ ফেব্রুয়ারী ) চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনে হাজির হয়েছিলেন পলি। সেখানে সমকাল অনলাইনের সাথে কথা বলেন ‘ফায়ার’-খ্যাত এই নায়িকা।

পলি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আগের মতো ছবি মুক্তি পাচ্ছেনা। কারণ নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। কারো মধ্যে একতা নেই। যেনো ছোট ছোট  সিন্ডিকেট হয়ে গেছে। একে অন্যের বিরুদ্ধে সমালোচনা বেশি হয়। শুধু কাজটাই হয়না।এসব বন্ধ হলেই আবার ছবি নির্মাণের সংখ্যা বাড়বে।'

চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এই অঙ্গনের মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে পলির। মা হওয়ার জন্য চলচ্চিত্র থেকে দীর্ঘ সময় দূরে ছিলেন বলে জানান। মা হওয়ার পর বেশ মুটিয়ে গিয়েছিলেন বলে পর্দায় সে অবস্থায় হাজির হতে চাননি। এখন বেশ স্লিম হয়েছেন। তাই বড় হাউজ থেকে ভালো গল্পের কোন ছবির প্রস্তাব এলে একবাক্যে রাজি হয়ে যাবেন বলেও জানালেন তিনি। 

পলি বলেন, এই চলচ্চিত্র আমাকে অনেক কিছুই দিয়েছে। আমি চলচ্চিত্র থেকে অনেক কিছুইই পেয়েছি। চলচ্চিত্র নিয়ে আমার কোনো রাগ বিদ্বেষ নেই। চলচ্চিত্র থেকে আমি দূরে থাকতে পারবো না। ভালো প্রযোজনা সংস্থা থেকে ভালো গল্পের ছবির যদি প্রস্তাব আসে সেটা আমি অব্যশই করবো। তবে সাধারণ চরিত্র নিয়ে আমি কখনই পর্দায় আসব না।’

পলি এখন ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে। অশ্লীল যুগের প্রসঙ্গ তুলতেই পলি বলেন, আমি সে সময়ের সুপারস্টার নায়িকা ছিলাম। আর একজন সুপারস্টারের পেছনে নানা কথা তোলা হয়। এখন শাকিব খান সুপারস্টার তাকে নিয়েও অনেক কথা হচ্ছে। এটা হবেই। আমি অশ্লিল ছবির নায়িকা এটা এক শ্রেণীর লোক প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু সেটা তারা পারেনি। আমার ১১৩টি ছবি মুক্তি পেয়েছে। সবগুলো ছবিই দর্শকপ্রিয়তা পায়। খারাপ ছবি হলে দর্শকরা এতোটা গ্রহণ করতো না্। পলিও জনপ্রিয়তা পেতো না।’

চলচ্চিত্র ইন্ডাষ্ট্রিতে এখন শিক্ষিত সুন্দরী ও ভদ্র পরিবারের মেয়েরা আসতে চায়না। প্রসঙ্গটি তুলে পলি বলেন, চলচ্চিত্র ইন্ডাষ্ট্রির এই পরিস্থিতে শিক্ষিত ও মার্জিত সুন্দরী কোন মেয়ে নায়িকা হতে আসতে চায়না। তাদের চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতে হবে। নায়িকা থাকতে সাধারণ মেয়েদের চেয়ে একটু আলাদা। এখন যারা নায়িকা হচ্ছেন তাদের আলাদা করা যাচ্ছেনা। এদিকেও নজর দিতে হবে। ভালো পরিবারের ভালো ও সুন্দরী মেয়েদের এদিকে আসতে হবে।

১১৩টি চলচ্চিত্রে অভিনয় করা পলি ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কের বিপরীতে অভিনয় করেছেন। এই তালিকায় রয়েছেন মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদী সহ অনেকে। 

২০০৩ সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা মান্না। পলি অভিনীত শেষ চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক নম্বর আসামী’।